ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিদিনই প্রায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্চ শব্দে গানবাজনা চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। মধ্যরাতে মাইকের শব্দে রীতিমতো অতিষ্ঠ শিক্ষার্থীরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার আবাসিক হলগুলোতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। যেটা কয়েকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গান তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনায় মনোযোগী হতে পারছে না।
এদিকে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানোর কারণে হল এলাকায় পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে হল কর্তৃপক্ষও জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ লক্ষ করছি প্রতিদিনই রাত হলেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়। আজ আমার পরীক্ষা ছিল, গতকাল (সোমবার) সারা রাত কিছু পড়তে পারিনি। তাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর রেজিস্ট্রার বরাবর নোট পাঠিয়ে দিয়েছি। আগামীকাল ১২টায় বিষয়টা নিয়ে উপাচার্য কার্যালয়ে সভা হবে। ভোগান্তির ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ত আরোপ করা হবে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিদিনই প্রায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্চ শব্দে গানবাজনা চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। মধ্যরাতে মাইকের শব্দে রীতিমতো অতিষ্ঠ শিক্ষার্থীরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার আবাসিক হলগুলোতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। যেটা কয়েকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গান তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনায় মনোযোগী হতে পারছে না।
এদিকে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানোর কারণে হল এলাকায় পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে হল কর্তৃপক্ষও জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ লক্ষ করছি প্রতিদিনই রাত হলেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়। আজ আমার পরীক্ষা ছিল, গতকাল (সোমবার) সারা রাত কিছু পড়তে পারিনি। তাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর রেজিস্ট্রার বরাবর নোট পাঠিয়ে দিয়েছি। আগামীকাল ১২টায় বিষয়টা নিয়ে উপাচার্য কার্যালয়ে সভা হবে। ভোগান্তির ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ত আরোপ করা হবে।’
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে