যশোর প্রতিনিধি
যশোর মেডিকেল কলেজ (যমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি অধ্যক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ অধ্যাপক মহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনটি মন্ত্রণালয় ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন, এটি এখন আদালতে বিচারাধীন। তাই আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি।’
অধ্যক্ষ মহিদুর রহমান আরও বলেন, ‘তা ছাড়া বুধবার কলেজের মিটিং রয়েছে। মিটিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত হতে পারে। দোষী প্রমাণিত হলে সাময়িক বহিষ্কার এবং ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্ন কোর্সের কাগজপত্র বাতিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে অভিযুক্তরা গাঁজা সেবন ও হইচই করছিলেন। এ সময় পাশের রুম থেকে জাকির তাঁদের হই-চই করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত পৌনে ৯টার দিকে তাঁরা হকিস্টিক দিয়ে পিটিয়ে জাকির হোসেনের হাত ও দুই পা ভেঙে দেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি নিয়ে যান। এ সময় জাকিরের চিৎকারে আশপাশের রুমের আবাসিক ছাত্ররা এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে গত ৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করা হয়। মামলায় সাত মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসককে আসামি করা হয়েছে।
তাঁরা হলেন যশোর মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র শামীম হোসেন, পঞ্চম ব্যাচের ছাত্র আবদুর রহমান আকাশ, ষষ্ঠ ব্যাচের ছাত্র মেহেদী হাসান লিয়ন, সপ্তম ব্যাচের ছাত্র রাসেল, নবম ব্যাচের ছাত্র শাকিব আহমেদ তনিম, সৌম্য সাহা ও দশম ব্যাচের ছাত্র তন্ময় সরকার।
এদিকে এ ঘটনায় যশোর মেডিকেল কলেজ প্রশাসন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নুর কুতুবউল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটি ১২ দিন পর আজ প্রতিবেদন জমা দেন।
যশোর মেডিকেল কলেজ (যমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি অধ্যক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ অধ্যাপক মহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনটি মন্ত্রণালয় ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন, এটি এখন আদালতে বিচারাধীন। তাই আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি।’
অধ্যক্ষ মহিদুর রহমান আরও বলেন, ‘তা ছাড়া বুধবার কলেজের মিটিং রয়েছে। মিটিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত হতে পারে। দোষী প্রমাণিত হলে সাময়িক বহিষ্কার এবং ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্ন কোর্সের কাগজপত্র বাতিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে অভিযুক্তরা গাঁজা সেবন ও হইচই করছিলেন। এ সময় পাশের রুম থেকে জাকির তাঁদের হই-চই করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত পৌনে ৯টার দিকে তাঁরা হকিস্টিক দিয়ে পিটিয়ে জাকির হোসেনের হাত ও দুই পা ভেঙে দেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি নিয়ে যান। এ সময় জাকিরের চিৎকারে আশপাশের রুমের আবাসিক ছাত্ররা এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে গত ৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করা হয়। মামলায় সাত মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসককে আসামি করা হয়েছে।
তাঁরা হলেন যশোর মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র শামীম হোসেন, পঞ্চম ব্যাচের ছাত্র আবদুর রহমান আকাশ, ষষ্ঠ ব্যাচের ছাত্র মেহেদী হাসান লিয়ন, সপ্তম ব্যাচের ছাত্র রাসেল, নবম ব্যাচের ছাত্র শাকিব আহমেদ তনিম, সৌম্য সাহা ও দশম ব্যাচের ছাত্র তন্ময় সরকার।
এদিকে এ ঘটনায় যশোর মেডিকেল কলেজ প্রশাসন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নুর কুতুবউল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটি ১২ দিন পর আজ প্রতিবেদন জমা দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্
৪২ মিনিট আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
১ ঘণ্টা আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ ঘণ্টা আগে