খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তাঁর চিকিৎসা সম্ভব হচ্ছে না।
বরগুনার বাসিন্দা রাকিবের বাবা একজন স্কুলশিক্ষক। ২০১৭ সালে তাঁর বড় ভাইয়েরও কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হয়েছিল। পরপর দুই ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই বাবার কিডনিতে সেরে উঠবেন সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তাঁর পরিবার ও সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
মহিউদ্দিন রাকিব বলেন, ‘গত ২২ জুলাই আমার সর্বশেষ চেকআপ করিয়েছি। এর আগপর্যন্ত যেটুকু আশা ছিল, এখন তা-ও আর নেই। পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, কিডনি ট্রান্সপ্লান্ট করব। আমার ক্রিয়েটিনিন যেহেতু অনেক বেড়ে গেছে, তাই এর মধ্যে হয়তো কিছুদিন ডায়ালাইসিস করতে হবে। যেহেতু আমার অসুস্থতা দ্রুত বেড়েছে, তাই তখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। পরিবারের সবাই তখনো জানত না, তাই সবাইকে অপেক্ষা করতে বলেছিলাম। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি ট্রান্সপ্লান্টের দিকেই যেতে হবে।’
রাকিবের সহপাঠী শওকত রায়হান (সবুজ) বলেন, ‘আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী। সবার বিপদে-আপদে পাশে দাঁড়াত। ওর এখন দুটি কিডনিই বিকল হয়ে আছে। এখন কিডনি প্রতিস্থাপনের জন্য ২০-২২ লাখ টাকা ওর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে এলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ, যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।’
রাকিবের জন্য সাহায্য পাঠাতে বিকাশ: ০১৮৬৭৭৭৭৯৮৯, ০১৭৯২১৮১১০২, নগদ: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৮২৫৮৬০৬১৪, রকেট: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৫১৭৮৪৮৮৩৮।
অগ্রণী ব্যাংক লিমিটেড:
অ্যাকাউন্ট: ০২০০০২০৭৯৭৫৭১
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড:
অ্যাকাউন্ট: ১২০১০৫০০৯৩৮০৪
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল
এ ছাড়া যেকোনো তথ্যের জন্য খুবির রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদের সঙ্গে যোগাযোগ (০১৭১৬৬০২০০২) করার অনুরোধ করেছেন রাকিবের সহপাঠীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তাঁর চিকিৎসা সম্ভব হচ্ছে না।
বরগুনার বাসিন্দা রাকিবের বাবা একজন স্কুলশিক্ষক। ২০১৭ সালে তাঁর বড় ভাইয়েরও কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হয়েছিল। পরপর দুই ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই বাবার কিডনিতে সেরে উঠবেন সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তাঁর পরিবার ও সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
মহিউদ্দিন রাকিব বলেন, ‘গত ২২ জুলাই আমার সর্বশেষ চেকআপ করিয়েছি। এর আগপর্যন্ত যেটুকু আশা ছিল, এখন তা-ও আর নেই। পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, কিডনি ট্রান্সপ্লান্ট করব। আমার ক্রিয়েটিনিন যেহেতু অনেক বেড়ে গেছে, তাই এর মধ্যে হয়তো কিছুদিন ডায়ালাইসিস করতে হবে। যেহেতু আমার অসুস্থতা দ্রুত বেড়েছে, তাই তখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। পরিবারের সবাই তখনো জানত না, তাই সবাইকে অপেক্ষা করতে বলেছিলাম। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি ট্রান্সপ্লান্টের দিকেই যেতে হবে।’
রাকিবের সহপাঠী শওকত রায়হান (সবুজ) বলেন, ‘আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী। সবার বিপদে-আপদে পাশে দাঁড়াত। ওর এখন দুটি কিডনিই বিকল হয়ে আছে। এখন কিডনি প্রতিস্থাপনের জন্য ২০-২২ লাখ টাকা ওর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে এলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ, যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।’
রাকিবের জন্য সাহায্য পাঠাতে বিকাশ: ০১৮৬৭৭৭৭৯৮৯, ০১৭৯২১৮১১০২, নগদ: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৮২৫৮৬০৬১৪, রকেট: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৫১৭৮৪৮৮৩৮।
অগ্রণী ব্যাংক লিমিটেড:
অ্যাকাউন্ট: ০২০০০২০৭৯৭৫৭১
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড:
অ্যাকাউন্ট: ১২০১০৫০০৯৩৮০৪
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল
এ ছাড়া যেকোনো তথ্যের জন্য খুবির রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদের সঙ্গে যোগাযোগ (০১৭১৬৬০২০০২) করার অনুরোধ করেছেন রাকিবের সহপাঠীরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে