খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাতে খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা ও লিভারের রোগে ভুগছিলেন।
আবু জাফরের সহপাঠীরা জানান, গত বছর ডিসিপ্লিনের ফলাফলে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পান আবু জাফর। গত ১২ আগস্ট তাঁর অপারেশন হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ডিসিপ্লিনের শিক্ষার্থী হাসিব সায়েদ বলেন, ‘আবু জাফর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় সমাবর্তনে হয়তো গোল্ড মেডেল পেতেন। ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার উপযুক্ত ছিলেন।’
গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আবু জাফরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে খুবির অধ্যাপক মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহ খুলনার কয়রায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আজ শনিবার কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম এক বিবৃতিতে পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক উত্তম কুমার মজুমদার ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাতে খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা ও লিভারের রোগে ভুগছিলেন।
আবু জাফরের সহপাঠীরা জানান, গত বছর ডিসিপ্লিনের ফলাফলে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পান আবু জাফর। গত ১২ আগস্ট তাঁর অপারেশন হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ডিসিপ্লিনের শিক্ষার্থী হাসিব সায়েদ বলেন, ‘আবু জাফর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় সমাবর্তনে হয়তো গোল্ড মেডেল পেতেন। ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার উপযুক্ত ছিলেন।’
গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আবু জাফরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে খুবির অধ্যাপক মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহ খুলনার কয়রায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আজ শনিবার কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম এক বিবৃতিতে পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক উত্তম কুমার মজুমদার ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
২ ঘণ্টা আগে