মেহেরপুর প্রতিনিধি
সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৩৫ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে