বাগেরহাট প্রতিনিধি
নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’
নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৫ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৩ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৮ মিনিট আগে