যশোর প্রতিনিধি
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
১ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
২ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে