প্রতিনিধি
অভয়নগর (যশোর): যশোর অভয়নগর উপজেলার ইউপি সদস্য নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের বেঞ্চে পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ।
উল্লেখ্য গত ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর থানা-পুলিশের ৭ মার্চের আনন্দ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তাঁর ছেলে ইব্রাহীম। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হন নিহত নুর আলীর ছেলে ইব্রাহিম। নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পর অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি ও একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে র্যাব-৬ সদস্যরা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন পলাতক থেকে গত ৮ জুন মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ আদালতে আত্মসমর্পণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অভয়নগর (যশোর): যশোর অভয়নগর উপজেলার ইউপি সদস্য নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের বেঞ্চে পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ।
উল্লেখ্য গত ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর থানা-পুলিশের ৭ মার্চের আনন্দ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তাঁর ছেলে ইব্রাহীম। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হন নিহত নুর আলীর ছেলে ইব্রাহিম। নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পর অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি ও একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে র্যাব-৬ সদস্যরা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন পলাতক থেকে গত ৮ জুন মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ আদালতে আত্মসমর্পণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৪ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৫ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে