শালিখায় চোরাই গরু উদ্ধারে গিয়ে যুবক নিহত

শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ২০: ০৩

মাগুরার শালিখায় চুরি হয়ে যাওয়া গরু ছিনিয়ে আনতে গিয়ে সাজ্জাদ লস্কর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সাজ্জাদ উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত সাহেব লস্করের ছোট ছেলে। গত শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাজ্জাদ হোসেনের চাচাতো ভাই মিজান লস্করের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরেরা গরু চুরি করে। গরু ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় মিজান বিষয়টি বুঝতে পারেন এবং বাড়ির সবাইকে ডাকাডাকি করেন। পরে মিজান, সাজ্জাদ ও প্রতিবেশী মাসুম বিশ্বাস চোরদের গাড়ির পথ অনুসরণ করে মোটরসাইকেলযোগে গাড়ির পিছু ছুটতে থাকেন। পরে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে গরু বোঝাই ট্রাকটি বালুর বাঁধে আটকে যায়। তৎক্ষণাৎ মোটরসাইকেল থেকে নেমে সাজ্জাদ লস্কর গরু বোঝাই ট্রাকে ঝাঁপিয়ে পড়লে চোরদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সাজ্জাদ গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঘটনাটি শোনামাত্রই মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস শালিখা থানার ওসি তদন্ত বিশারুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। 

পরিদর্শনকালে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারকে দোষীদের শাস্তির আওতায় আনতে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে শালিখা থানা-পুলিশকে নির্দেশনা প্রদান করেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত