দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২২ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে