ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের কার্যালয়ে এ তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হয়।
তদন্তের স্বার্থে পাঁচজন আবাসিক শিক্ষার্থীকে পৃথকভাবে ডেকেছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম।
নাম না প্রকাশ করার শর্তে তদন্ত কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, ‘হল কর্তৃপক্ষ আমাকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ডেকেছিলেন।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা পাঁচজন শিক্ষার্থীকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানার জন্য আলাদাভাবে ডেকেছি।’
এর আগে দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে করে তাঁকে হলে নেওয়া হয়।
প্রসঙ্গত, ভুক্তভোগী ও অভিযুক্তদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। ওই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক আহসানুল হককে। সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার। তাঁরা উভয়েই দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক। এ ছাড়া হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকও কমিটিতে রয়েছেন।
আরও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের কার্যালয়ে এ তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হয়।
তদন্তের স্বার্থে পাঁচজন আবাসিক শিক্ষার্থীকে পৃথকভাবে ডেকেছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম।
নাম না প্রকাশ করার শর্তে তদন্ত কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, ‘হল কর্তৃপক্ষ আমাকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ডেকেছিলেন।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা পাঁচজন শিক্ষার্থীকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানার জন্য আলাদাভাবে ডেকেছি।’
এর আগে দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে করে তাঁকে হলে নেওয়া হয়।
প্রসঙ্গত, ভুক্তভোগী ও অভিযুক্তদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। ওই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক আহসানুল হককে। সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার। তাঁরা উভয়েই দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক। এ ছাড়া হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকও কমিটিতে রয়েছেন।
আরও পড়ুন:
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে