বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে এক কিশোরীকে বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া গাংপাড় গ্রামের পলাশ শেখের বেকারির চুল্লি থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান।
কিশোরী একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কিশোরীর বাবা জানান, প্রতিবেশী মিরাজ শেখ, আজগর শেখ, পলাশ শেখ ও সাইফুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে প্রতিপক্ষরা সোমবার রাতে তাঁর মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাঁরা হাত-পা ও মুখ বেঁধে পলাশ শেখের বেকারির চুল্লির মধ্যে লুকিয়ে রাখেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং সারা শরীরে কেরোসিন দেওয়া অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে চুল্লির মালিক পলাশ শেখের ভাই মিরাজ শেখ সব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘ওদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অন্য শরিকদের সঙ্গে বিরোধ রয়েছে।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘সোমবার রাতে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার শরীরের সুস্থতার ওপর নির্ভর করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাঁদের বিরুদ্ধে বেঁধে রাখার অভিযোগ, তাঁদের সঙ্গে ওই কিশোরীর পরিবারের জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। সব বিষয় মাথায় রেখে আসলে বিষয়টি কী ঘটেছে, তা আমরা ক্ষতিয়ে দেখছি। এ ছাড়া ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’
বাগেরহাটের চিতলমারীতে এক কিশোরীকে বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া গাংপাড় গ্রামের পলাশ শেখের বেকারির চুল্লি থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান।
কিশোরী একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কিশোরীর বাবা জানান, প্রতিবেশী মিরাজ শেখ, আজগর শেখ, পলাশ শেখ ও সাইফুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে প্রতিপক্ষরা সোমবার রাতে তাঁর মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাঁরা হাত-পা ও মুখ বেঁধে পলাশ শেখের বেকারির চুল্লির মধ্যে লুকিয়ে রাখেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং সারা শরীরে কেরোসিন দেওয়া অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে চুল্লির মালিক পলাশ শেখের ভাই মিরাজ শেখ সব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘ওদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অন্য শরিকদের সঙ্গে বিরোধ রয়েছে।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘সোমবার রাতে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার শরীরের সুস্থতার ওপর নির্ভর করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাঁদের বিরুদ্ধে বেঁধে রাখার অভিযোগ, তাঁদের সঙ্গে ওই কিশোরীর পরিবারের জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। সব বিষয় মাথায় রেখে আসলে বিষয়টি কী ঘটেছে, তা আমরা ক্ষতিয়ে দেখছি। এ ছাড়া ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৭ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩৫ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে