নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঈদ উপলক্ষে যাত্রী ও শ্রমিকদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ থেকে ৫টি রুটে চলাচলকারী ৭০টি লঞ্চ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। আগামী ১৮ এপ্রিলের মধ্যে লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে ১০ জন যাত্রী নিহত হয়। এরপর থেকে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এতে করে লঞ্চ শ্রমিক ও কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীপথে দুর্ঘটনা ও মানুষের প্রাণহানি হোক সেটা আমরাও চাই না। কিন্তু নারায়ণগঞ্জ নদী বন্দরে যুক্ত শ্রমিক ও কর্মচারীদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় শ্রমিক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। বিআইডব্লিউটিএ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করলেও যাত্রীরা কিন্তু ঠিকই সাধারণ ছোট ট্রলারযোগে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদী দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।’
সবুজ শিকদার আরও বলেন, সারা দেশে সড়ক দুর্ঘটনাতেও অসংখ্য প্রাণহানি ঘটে কিন্তু সে ক্ষেত্রে সড়ক পথে যান চলাচল বন্ধ হয় না। নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধের আগে কিছু সময়সীমা বেঁধে দেওয়া দরকার ছিল, যাতে মালিকেরা তাঁদের লঞ্চগুলো পরিবর্তন করে নতুন লঞ্চ চালু করতে পারে। আমাদের দাবি লঞ্চ মালিকদের একটি সময়সীমা বেঁধে দিয়ে লঞ্চগুলোর আকার বড় করে চলাচলের সুব্যবস্থা করা হোক। এতে করে শ্রমিক কর্মচারীরাও কাজে ফিরতে পারবে এবং যাত্রীরাও স্বল্প খরচে চলাচল করতে পারবে। যদি ১৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে শ্রমিক কর্মচারীরা অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। ঈদকে সামনে রেখে শ্রমিক এবং যাত্রীদের কথা বিবেচনা করে অবিলম্বে লঞ্চ চালুর দাবি জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মঈন মাহামুদ শ্রমিক লীগের নেতা শহীদুল্লাহ, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, জুয়েল প্রধান, কবির হোসেন, আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
ঈদ উপলক্ষে যাত্রী ও শ্রমিকদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ থেকে ৫টি রুটে চলাচলকারী ৭০টি লঞ্চ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। আগামী ১৮ এপ্রিলের মধ্যে লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে ১০ জন যাত্রী নিহত হয়। এরপর থেকে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এতে করে লঞ্চ শ্রমিক ও কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীপথে দুর্ঘটনা ও মানুষের প্রাণহানি হোক সেটা আমরাও চাই না। কিন্তু নারায়ণগঞ্জ নদী বন্দরে যুক্ত শ্রমিক ও কর্মচারীদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় শ্রমিক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। বিআইডব্লিউটিএ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করলেও যাত্রীরা কিন্তু ঠিকই সাধারণ ছোট ট্রলারযোগে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদী দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।’
সবুজ শিকদার আরও বলেন, সারা দেশে সড়ক দুর্ঘটনাতেও অসংখ্য প্রাণহানি ঘটে কিন্তু সে ক্ষেত্রে সড়ক পথে যান চলাচল বন্ধ হয় না। নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধের আগে কিছু সময়সীমা বেঁধে দেওয়া দরকার ছিল, যাতে মালিকেরা তাঁদের লঞ্চগুলো পরিবর্তন করে নতুন লঞ্চ চালু করতে পারে। আমাদের দাবি লঞ্চ মালিকদের একটি সময়সীমা বেঁধে দিয়ে লঞ্চগুলোর আকার বড় করে চলাচলের সুব্যবস্থা করা হোক। এতে করে শ্রমিক কর্মচারীরাও কাজে ফিরতে পারবে এবং যাত্রীরাও স্বল্প খরচে চলাচল করতে পারবে। যদি ১৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে শ্রমিক কর্মচারীরা অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। ঈদকে সামনে রেখে শ্রমিক এবং যাত্রীদের কথা বিবেচনা করে অবিলম্বে লঞ্চ চালুর দাবি জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মঈন মাহামুদ শ্রমিক লীগের নেতা শহীদুল্লাহ, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, জুয়েল প্রধান, কবির হোসেন, আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
৯ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে