ঢামেক প্রতিনিধি
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন মুগদার দক্ষিণ মুগদাপাড়ার মিতু রানী দাস (২৮), খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার আতাউর রহমান (৩৮) ও সবুজবাগ থানার আহমেদাবাগ এলাকার আয়েশা বেগম (২৫)। আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টার মধ্যে এই পৃথক তিনটি ঘটনা ঘটে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, মিতু রানীর স্বামী সঞ্জিত চন্দ্র দাস কুয়েতপ্রবাসী। মিতু একমাত্র মেয়ে এবং শাশুড়ির সঙ্গে ওই বাসায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে মিতুর শাশুড়ি নাতনিকে মেয়েকে নিয়ে স্কুলে যান। এরপর ৮টার দিকে বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন মিতুকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।
এসআই আরও জানান, খবর পেয়ে বাসায় গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মিতু। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
চাঁদপুর সদর উপজেলার নাজিরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে মিতু রানী দাস। দক্ষিণ মুগদাপাড়া নুরজাহান ভিলার চতুর্থ তলায় থাকতেন।
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, খবর বেলা ১১টার দিকে ভূঁইয়াপাড়ার বাসায় ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আতাউরের মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আতাউর পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ী গ্রামের সোবহান মোল্লার ছেলে। ঢাকায় তিনি পিকআপ ভ্যান চালাতেন।
মৃত আতাউরের ছেলে নাঈমুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে বাবা-মায়ের ঝগড়া হয়। তখন মাকে মারধর করেন বাবা। গত পরশু দুপুরে মাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এর পর থেকে বাসায় একাই ছিলেন বাবা। আজ সকালে বাবার মৃত্যু খবর শুনতে পাই।’
এদিকে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, আজ ভোর ৪টার দিকে আহমেদবাগের বাড়ির নিচতলায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আয়েশার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার গ্রামে। তাঁর বাবার নাম বিল্লাল হোসেন।
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন মুগদার দক্ষিণ মুগদাপাড়ার মিতু রানী দাস (২৮), খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার আতাউর রহমান (৩৮) ও সবুজবাগ থানার আহমেদাবাগ এলাকার আয়েশা বেগম (২৫)। আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টার মধ্যে এই পৃথক তিনটি ঘটনা ঘটে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, মিতু রানীর স্বামী সঞ্জিত চন্দ্র দাস কুয়েতপ্রবাসী। মিতু একমাত্র মেয়ে এবং শাশুড়ির সঙ্গে ওই বাসায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে মিতুর শাশুড়ি নাতনিকে মেয়েকে নিয়ে স্কুলে যান। এরপর ৮টার দিকে বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন মিতুকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।
এসআই আরও জানান, খবর পেয়ে বাসায় গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মিতু। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
চাঁদপুর সদর উপজেলার নাজিরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে মিতু রানী দাস। দক্ষিণ মুগদাপাড়া নুরজাহান ভিলার চতুর্থ তলায় থাকতেন।
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, খবর বেলা ১১টার দিকে ভূঁইয়াপাড়ার বাসায় ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আতাউরের মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আতাউর পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ী গ্রামের সোবহান মোল্লার ছেলে। ঢাকায় তিনি পিকআপ ভ্যান চালাতেন।
মৃত আতাউরের ছেলে নাঈমুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে বাবা-মায়ের ঝগড়া হয়। তখন মাকে মারধর করেন বাবা। গত পরশু দুপুরে মাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এর পর থেকে বাসায় একাই ছিলেন বাবা। আজ সকালে বাবার মৃত্যু খবর শুনতে পাই।’
এদিকে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, আজ ভোর ৪টার দিকে আহমেদবাগের বাড়ির নিচতলায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আয়েশার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার গ্রামে। তাঁর বাবার নাম বিল্লাল হোসেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৪ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৪ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে