উত্তরা প্রতিনিধি, ঢাকা
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১০ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৮ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৩ মিনিট আগে