নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে পৃথক পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোর থেকে বিভিন্ন জায়গায় এসব সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই সব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে পারভিন আক্তার (২৭) বাবার বাড়ি পানিসাইল থেকে ছেলে সুমন (৭) ও মেয়ে সাদিয়া আক্তারকে (৯) নিয়ে বাঁশতৈলে স্বামীর বাড়ি যাওয়ার জন্য পাকুল্যা বাসস্ট্যান্ডে আসেন। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মেয়ে সাদিয়া মারা যায়। গুরুতর আহতাবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন।’
অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আহত হয়েছেন ১২ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও একজন মারা যান। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস খালকুলা নামক স্থানে পৌঁছালে দুই দিক থেকে আসা পণ্যবাহী দুই ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
এ বিষয়ে ওসি বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশচর এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন কুমিল্লার সুপরিচিত বাঁশিবাদক মনির হোসেন। এ সময় বোরহান নামে আরও একজন আহত হন।
জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চড়ে কুমিল্লায় ফিরছিলেন। হরিশচর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান মনির। পরে আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত মনির ও আহত বোরহান দুজনই সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। একজন মারা গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’
বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তানছের আলী ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে প্রাইভেট কারে নওগাঁ থেকে বগুড়া শজিমেক হাসপাতালে যাচ্ছিলেন তাঁর ছেলে ও অন্যরা। কাহালুর দরগাহ হাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তাঁর ছেলে টগর ও প্রাইভেট কারের চালক সুমন নিহত হন। আহতদের মধ্যে শাকিল ও আব্দুর রহমানকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান।
এ বিষয়ে ওসি আমবার হোসেন বলেন, আজ সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন। পরে শজিমেক হাসপাতালে আরও একজন মারা যান।
সারা দেশে পৃথক পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোর থেকে বিভিন্ন জায়গায় এসব সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই সব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে পারভিন আক্তার (২৭) বাবার বাড়ি পানিসাইল থেকে ছেলে সুমন (৭) ও মেয়ে সাদিয়া আক্তারকে (৯) নিয়ে বাঁশতৈলে স্বামীর বাড়ি যাওয়ার জন্য পাকুল্যা বাসস্ট্যান্ডে আসেন। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মেয়ে সাদিয়া মারা যায়। গুরুতর আহতাবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন।’
অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আহত হয়েছেন ১২ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও একজন মারা যান। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস খালকুলা নামক স্থানে পৌঁছালে দুই দিক থেকে আসা পণ্যবাহী দুই ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
এ বিষয়ে ওসি বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশচর এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন কুমিল্লার সুপরিচিত বাঁশিবাদক মনির হোসেন। এ সময় বোরহান নামে আরও একজন আহত হন।
জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চড়ে কুমিল্লায় ফিরছিলেন। হরিশচর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান মনির। পরে আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত মনির ও আহত বোরহান দুজনই সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। একজন মারা গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’
বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তানছের আলী ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে প্রাইভেট কারে নওগাঁ থেকে বগুড়া শজিমেক হাসপাতালে যাচ্ছিলেন তাঁর ছেলে ও অন্যরা। কাহালুর দরগাহ হাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তাঁর ছেলে টগর ও প্রাইভেট কারের চালক সুমন নিহত হন। আহতদের মধ্যে শাকিল ও আব্দুর রহমানকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান।
এ বিষয়ে ওসি আমবার হোসেন বলেন, আজ সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন। পরে শজিমেক হাসপাতালে আরও একজন মারা যান।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে