প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগেব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম নিহতের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৯ মিনিট আগেবিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৯ ঘণ্টা আগে