ফরিদপুর প্রতিনিধি
মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল দূরপাল্লার বাসটি। আরোহীদের মধ্যে কেউ হয়তো মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন, কেউবা চোখ বন্ধ করে ঝিমুনি দিচ্ছিলেন। এর মধ্যে আস্ত একটি বিদ্যুতের খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে আটকে যায়। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে কাতরানো শুরু করেন যাত্রীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুবের গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটে ভয়ানক এ দুর্ঘটনা। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহত হয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫) নামের তিন ব্যক্তি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসটির আরোহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটি ওঠানো হচ্ছিল ক্রেন দিয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই খুঁটির সরু দিকটা ঢুকে যায় বাসের সামনের দিক দিয়ে। পুরো বাস এফোঁড়-ওফোঁড় করে পেছনের দিক দিয়ে বের হয় খুঁটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস তালুকদার পরিবহনের বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদের কিনারায় পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার জানান, খুঁটির আঘাতে তালুকদার পরিবহনের বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। অন্য বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল দূরপাল্লার বাসটি। আরোহীদের মধ্যে কেউ হয়তো মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন, কেউবা চোখ বন্ধ করে ঝিমুনি দিচ্ছিলেন। এর মধ্যে আস্ত একটি বিদ্যুতের খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে আটকে যায়। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে কাতরানো শুরু করেন যাত্রীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুবের গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটে ভয়ানক এ দুর্ঘটনা। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহত হয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫) নামের তিন ব্যক্তি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসটির আরোহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটি ওঠানো হচ্ছিল ক্রেন দিয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই খুঁটির সরু দিকটা ঢুকে যায় বাসের সামনের দিক দিয়ে। পুরো বাস এফোঁড়-ওফোঁড় করে পেছনের দিক দিয়ে বের হয় খুঁটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস তালুকদার পরিবহনের বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদের কিনারায় পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার জানান, খুঁটির আঘাতে তালুকদার পরিবহনের বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। অন্য বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রাম। উপজেলা শহর থেকে এ গ্রামের দূরত্ব অন্তত ১০ কিলোমিটার। কয়েক বছর আগেও পড়ন্ত বেলায় গ্রামটিতে শোনা যেতে শিশু-কিশোরদের হইহুল্লোড়
২৫ মিনিট আগেনিজেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী পরিচয় দিয়ে ভর্তি এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তরুণীকে
৩৪ মিনিট আগেআরামদায়ক ও যানজটমুক্ত ভ্রমণের জন্য এখনো অনেকের কাছে পছন্দ ঢাকা-চাঁদপুর নৌপথ। তবে চাঁদপুর টার্মিনালে যাত্রীদের জন্য নেই তেমন সুযোগ-সুবিধা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ১০০ মিটার ধসে পদ্মায় বিলীন হয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডসহ আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা।
২ ঘণ্টা আগে