শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্যঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি ইউনিয়ন থেকে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে লেজগুলো বিনষ্ট করা হয়।
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান চলে। এ ছাড়া এ বছর কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫৬১টি ইঁদুর শিকার করে লেজ সংরক্ষণ করেন। আজ বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে ইউনিয়নের আব্দুর রব ব্যাপারীর কান্দি ও হাজি লেদু চৌকিদারের কান্দিতে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন, ‘ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে ইঁদুরের উৎপাত বেশি। বাড়ির লেপ-তোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা আমাদের এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।’
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এ ছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের খাবার নষ্ট করে। এ জন্যই ইঁদুর মেরে ফেলা হয়।’
‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্যঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি ইউনিয়ন থেকে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে লেজগুলো বিনষ্ট করা হয়।
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান চলে। এ ছাড়া এ বছর কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫৬১টি ইঁদুর শিকার করে লেজ সংরক্ষণ করেন। আজ বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে ইউনিয়নের আব্দুর রব ব্যাপারীর কান্দি ও হাজি লেদু চৌকিদারের কান্দিতে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন, ‘ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে ইঁদুরের উৎপাত বেশি। বাড়ির লেপ-তোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা আমাদের এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।’
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এ ছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের খাবার নষ্ট করে। এ জন্যই ইঁদুর মেরে ফেলা হয়।’
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪২ মিনিট আগে