সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া সুমাইয়া আক্তারের (২০) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে সুমাইয়া আক্তারের লাশ আজ বুধবার দুপুরে কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার ছয় তলা ভবনের বারান্দায় বাইরের দৃশ্য দেখতে গিয়ে বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথার বাম পাশে গুলিবিদ্ধ হন সুমাইয়া আক্তার। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে সুমাইয়ার লাশ রাত পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। সুমাইয়া আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরনন্দপুর এলাকার বাসিন্দা সেলিম মাতবরের মেয়ে। পরিবার নিয়ে সেলিম সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লায় বসবাস করেন।
নিহতের ঘটনায় সুমাইয়ার বড় বোন জামাই মো. বিল্লাল ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া সুমাইয়া আক্তারের (২০) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে সুমাইয়া আক্তারের লাশ আজ বুধবার দুপুরে কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার ছয় তলা ভবনের বারান্দায় বাইরের দৃশ্য দেখতে গিয়ে বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথার বাম পাশে গুলিবিদ্ধ হন সুমাইয়া আক্তার। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে সুমাইয়ার লাশ রাত পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। সুমাইয়া আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরনন্দপুর এলাকার বাসিন্দা সেলিম মাতবরের মেয়ে। পরিবার নিয়ে সেলিম সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লায় বসবাস করেন।
নিহতের ঘটনায় সুমাইয়ার বড় বোন জামাই মো. বিল্লাল ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
১৩ মিনিট আগে৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
৩৬ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে নতুন আলু তোলা শুরু হয়েছে। খেত থেকেই নতুন এই আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে আগামা জাতের এই আলু কিনে নিয়ে যাচ্ছেন।
৪১ মিনিট আগে