নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।
আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১২ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
২২ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে