ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত মর্জিনার পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত রাকিব জোয়ারদার তাঁর ঘুমন্ত মা মর্জিনা বেগমকে কুপিয়ে জখম করেন। তিনি মধুখালী পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়ার্দারের স্ত্রী। এ ঘটনায় জামালের করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়ারদারকে (১৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, মাদকাসক্ত রাকিব জোয়ারদার গত মঙ্গলবার রাতে রাকিব তাঁর ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যান। এ সময় পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে মর্জিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুপিয়ে জখম করার পরদিন বুধবার রাকিবের বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে রাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত মর্জিনার পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত রাকিব জোয়ারদার তাঁর ঘুমন্ত মা মর্জিনা বেগমকে কুপিয়ে জখম করেন। তিনি মধুখালী পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়ার্দারের স্ত্রী। এ ঘটনায় জামালের করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়ারদারকে (১৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, মাদকাসক্ত রাকিব জোয়ারদার গত মঙ্গলবার রাতে রাকিব তাঁর ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যান। এ সময় পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে মর্জিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুপিয়ে জখম করার পরদিন বুধবার রাকিবের বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে রাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৩ মিনিট আগে