নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফের সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘যাঁদের কাছে আমাদের অভিযোগ করার কথা তাঁরাই নির্বাচনকে কলুষিত করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছেন তাঁরা। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করলে দেখবেন আমার অনুসারীদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমি আদালত থেকে কাগজও নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যায়, ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি, হিন্দুও হেফাজতের মামলার আসামি!’
আজ শনিবার সন্ধ্যায় মাসদাইরের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তৈমুর আলম।
তৈমুর বলেন, ‘যাঁরা আমার নির্বাচনের দায়িত্বে তাঁদের গ্রেপ্তার করে হেফাজতের মামলায় যুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতির পরও যদি ডিসি-এসপি সাহেব বলে আমি অভিযোগ করিনি তাহলে বলার কিছু থাকে না। আমার কাছে প্রমাণ হিসেবে সিগনেচার করা কাগজও আছে। ঘণ্টাখানেক আগে আমাদের চিফ এজেন্ট এ টি এম কামালের বাড়িতেও তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে।’
যাঁরা তাঁকে সমর্থন করছে তাঁর বাড়িতেই পুলিশ যাচ্ছে অভিযোগ করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এতে ভীত হব না। আমরা নির্বাচনের মাঠে থাকব। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে। আপনারা ভয় পাবেন না। আমার নেতা-কর্মীরা মাঠে থাকবে আমিও মাঠে থাকব। আমরা মাঠে থেকে প্রতিরোধ করব। বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে না।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৈমুর বলেন, ‘আমি বহুবার ইসির কাছে অভিযোগ করেছি।’
নাসিক সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বলেছে, চারদিকে ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছি। এর মানে তাঁর জনসমর্থন নেই। তাঁদের একমাত্র ক্ষমতা মামলা। দুই টাকার বলপেন আর চার আনার কাগজে মামলাই তাঁদের মূল ভরসা। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এ টি এম কামালের বাসায় যে পুলিশ গেল, সে মাদক ব্যবসায়ী নাকি সন্ত্রাসী? নির্বাচন কমিশনের কমিটমেন্ট ঠিক আছে নাকি নেই তা কালকেই দেখবে সবাই।’
নারায়ণগঞ্জে বহিরাগত প্রসঙ্গে তৈমুর বলেন, ‘আইভী বলেছে, নারায়ণগঞ্জে কোনো বহিরাগত নেই। তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে লোক আসে। অথচ আইভীর সমাবেশে রূপগঞ্জ, আড়াইহাজারের এমপি ও তাঁদের লোকেরা নেতৃত্ব দিয়েছে। ছবিতেই তা দেখা গেছে। তাঁদের সঙ্গে যে বহিরাগতরা আছে তা প্রমাণিত।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফের সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘যাঁদের কাছে আমাদের অভিযোগ করার কথা তাঁরাই নির্বাচনকে কলুষিত করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছেন তাঁরা। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করলে দেখবেন আমার অনুসারীদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমি আদালত থেকে কাগজও নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যায়, ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি, হিন্দুও হেফাজতের মামলার আসামি!’
আজ শনিবার সন্ধ্যায় মাসদাইরের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তৈমুর আলম।
তৈমুর বলেন, ‘যাঁরা আমার নির্বাচনের দায়িত্বে তাঁদের গ্রেপ্তার করে হেফাজতের মামলায় যুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতির পরও যদি ডিসি-এসপি সাহেব বলে আমি অভিযোগ করিনি তাহলে বলার কিছু থাকে না। আমার কাছে প্রমাণ হিসেবে সিগনেচার করা কাগজও আছে। ঘণ্টাখানেক আগে আমাদের চিফ এজেন্ট এ টি এম কামালের বাড়িতেও তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে।’
যাঁরা তাঁকে সমর্থন করছে তাঁর বাড়িতেই পুলিশ যাচ্ছে অভিযোগ করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এতে ভীত হব না। আমরা নির্বাচনের মাঠে থাকব। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে। আপনারা ভয় পাবেন না। আমার নেতা-কর্মীরা মাঠে থাকবে আমিও মাঠে থাকব। আমরা মাঠে থেকে প্রতিরোধ করব। বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে না।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৈমুর বলেন, ‘আমি বহুবার ইসির কাছে অভিযোগ করেছি।’
নাসিক সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বলেছে, চারদিকে ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছি। এর মানে তাঁর জনসমর্থন নেই। তাঁদের একমাত্র ক্ষমতা মামলা। দুই টাকার বলপেন আর চার আনার কাগজে মামলাই তাঁদের মূল ভরসা। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এ টি এম কামালের বাসায় যে পুলিশ গেল, সে মাদক ব্যবসায়ী নাকি সন্ত্রাসী? নির্বাচন কমিশনের কমিটমেন্ট ঠিক আছে নাকি নেই তা কালকেই দেখবে সবাই।’
নারায়ণগঞ্জে বহিরাগত প্রসঙ্গে তৈমুর বলেন, ‘আইভী বলেছে, নারায়ণগঞ্জে কোনো বহিরাগত নেই। তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে লোক আসে। অথচ আইভীর সমাবেশে রূপগঞ্জ, আড়াইহাজারের এমপি ও তাঁদের লোকেরা নেতৃত্ব দিয়েছে। ছবিতেই তা দেখা গেছে। তাঁদের সঙ্গে যে বহিরাগতরা আছে তা প্রমাণিত।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩০ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে