গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে পৈতৃক জমি দখল করে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং তাঁর ছেলে পাপেল ফকির আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির, তাঁর ছেলে ও ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালায়। পরদিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যসহ আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।’
মোস্তাকিম হোসেন হিমেল আরও বলেন, ‘আমরা শাহজাহান ফকিরের রাজনৈতিক ক্ষমতা ও সন্ত্রাসী তাণ্ডবের কারণে গৃহহীন হয়ে পড়েছি। শাহজাহান ফকিরের এমন আচরণে স্পষ্ট যে, লোভী ও দুর্বৃত্ত নেতারা কখনো জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে না। শাহজাহান ফকির ২০১৮ সালে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন। সেটির প্রমাণ থাকলেও টাকা ফেরত দেন না। এখন নতুন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করেছে। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তাঁর এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপির শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়ি ফিরতে চাই।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহজাহান ফকির বলেন, ‘আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। যেসব অভিযোগ করা হয়েছে, সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। আমিও সংবাদ সম্মেলন করে সব জানাব।’
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে পৈতৃক জমি দখল করে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং তাঁর ছেলে পাপেল ফকির আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির, তাঁর ছেলে ও ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালায়। পরদিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যসহ আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।’
মোস্তাকিম হোসেন হিমেল আরও বলেন, ‘আমরা শাহজাহান ফকিরের রাজনৈতিক ক্ষমতা ও সন্ত্রাসী তাণ্ডবের কারণে গৃহহীন হয়ে পড়েছি। শাহজাহান ফকিরের এমন আচরণে স্পষ্ট যে, লোভী ও দুর্বৃত্ত নেতারা কখনো জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে না। শাহজাহান ফকির ২০১৮ সালে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন। সেটির প্রমাণ থাকলেও টাকা ফেরত দেন না। এখন নতুন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করেছে। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তাঁর এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপির শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়ি ফিরতে চাই।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহজাহান ফকির বলেন, ‘আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। যেসব অভিযোগ করা হয়েছে, সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। আমিও সংবাদ সম্মেলন করে সব জানাব।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৪০ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে