রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৩ মে) ময়নাতদন্ত শেষে নিহত সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু।
নিহত সুমন মিয়া আওয়ামী লীগ নেতা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার চরসোবুদ্ধী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনের ছেলে।
উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাগরিবের পর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মিয়াকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।
সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমি ৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ও ৬৯ নির্বাচনের পর ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে তারাই গোপন মিটিং করে আমাকেও হুমকি দিচ্ছিল। কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সুমনের মতো ভালো ছেলেকে যারা হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাসু জুয়েল, রুবেল জড়িত। সন্ত্রাসীদের ধারায় রায়পুরা চলতে পারে না। আপনাদের কাছে অনুরোধ রুবেলের যে সন্ধান দিতে পারবে তাঁকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব। প্রশাসনকে বলছি, এ ঘটনায় আপনারা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশানে না যান, তাহলে ঢাকার সঙ্গে জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দীন বলেন, ‘আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমি নিজের খেয়ে এলাকাবাসীর জন্য কামলা খাটি। প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলা জুড়ে থমথমে বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আটকদের একজন হলেন মো. আল আমিন (২৩), অপরজনের নাম জানা যায়নি। আটকদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৩ মে) ময়নাতদন্ত শেষে নিহত সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু।
নিহত সুমন মিয়া আওয়ামী লীগ নেতা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার চরসোবুদ্ধী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনের ছেলে।
উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাগরিবের পর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মিয়াকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।
সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমি ৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ও ৬৯ নির্বাচনের পর ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে তারাই গোপন মিটিং করে আমাকেও হুমকি দিচ্ছিল। কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সুমনের মতো ভালো ছেলেকে যারা হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাসু জুয়েল, রুবেল জড়িত। সন্ত্রাসীদের ধারায় রায়পুরা চলতে পারে না। আপনাদের কাছে অনুরোধ রুবেলের যে সন্ধান দিতে পারবে তাঁকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব। প্রশাসনকে বলছি, এ ঘটনায় আপনারা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশানে না যান, তাহলে ঢাকার সঙ্গে জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দীন বলেন, ‘আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমি নিজের খেয়ে এলাকাবাসীর জন্য কামলা খাটি। প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলা জুড়ে থমথমে বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আটকদের একজন হলেন মো. আল আমিন (২৩), অপরজনের নাম জানা যায়নি। আটকদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে