শ্রীপুরে অটোরিকশা থেকে পড়ে ভ্যানগাড়িচাপায় গৃহবধূ নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫: ০২

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভ্যানগাড়িচাপায় সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের নূরুল হকের মেয়ে। তাঁর স্বামী মো. শামীম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের বাসিন্দা।

নিহতের চাচা জাকির আহমেদ বলেন, গত শুক্রবার দুপুরে ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছিলেন সুবর্ণা। গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে তিন সন্তানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। লিচুবাগান রোডে অটোরিকশা থেকে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণাকে প্রথমে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত