নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ঋণখেলাপি মামলার জেরে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাঁদের পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হয়েছে। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী হলেন পুটিয়া গ্রামের সুমন সরকার। তাঁর বিরুদ্ধে ওই ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে ঋণ খেলাপির মামলা করে এবং এ মামলায় তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।
লিখিত অভিযোগে বলা হয় যে, দুই ব্যাংক কর্মকর্তা আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংকটির ঋণ গ্রহিতা পুটিয়া বাজার সংলগ্ন এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকানে পরিদর্শন করতে যান। এ সময় জলিলের দোকানে বসে কফি পান করছিলেন তাঁরা। দুপুর ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া ব্যাংকের দুই কর্মকর্তাকে দেখে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং একপর্যায়ে কাঠ দিয়ে তাঁদেরকে বেধরক মারপিটে আহত করা হয়। স্থানীয়রা এতে বাধা দেয় এবং আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গাজি মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনি পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। চিকিৎসা নিয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
নরসিংদীতে ঋণখেলাপি মামলার জেরে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাঁদের পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হয়েছে। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী হলেন পুটিয়া গ্রামের সুমন সরকার। তাঁর বিরুদ্ধে ওই ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে ঋণ খেলাপির মামলা করে এবং এ মামলায় তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।
লিখিত অভিযোগে বলা হয় যে, দুই ব্যাংক কর্মকর্তা আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংকটির ঋণ গ্রহিতা পুটিয়া বাজার সংলগ্ন এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকানে পরিদর্শন করতে যান। এ সময় জলিলের দোকানে বসে কফি পান করছিলেন তাঁরা। দুপুর ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া ব্যাংকের দুই কর্মকর্তাকে দেখে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং একপর্যায়ে কাঠ দিয়ে তাঁদেরকে বেধরক মারপিটে আহত করা হয়। স্থানীয়রা এতে বাধা দেয় এবং আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গাজি মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনি পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। চিকিৎসা নিয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২২ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪০ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে