নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এ উপলক্ষে তাঁকে আজ আদালতে হাজির করা হয়।
সাক্ষ্য প্রদানকারী কর্মকর্তারা হলেন সোনারগাঁ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান, কর্ণ কুমার হালদার ও শেখ ফরিদ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হকের বিরুদ্ধে পুলিশের তিনজন এএসআই সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম সাক্ষী ও এএসআই শেখ ফরিদ আদালতে দাঁড়িয়ে যে সাক্ষ্য দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি যে জবানবন্দি দিয়েছেন, সেই দুটির কোনো মিল নেই। এতেও প্রমাণ হয় এই অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এখন পর্যন্ত তিন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করে। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর চালায় এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এ উপলক্ষে তাঁকে আজ আদালতে হাজির করা হয়।
সাক্ষ্য প্রদানকারী কর্মকর্তারা হলেন সোনারগাঁ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান, কর্ণ কুমার হালদার ও শেখ ফরিদ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হকের বিরুদ্ধে পুলিশের তিনজন এএসআই সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম সাক্ষী ও এএসআই শেখ ফরিদ আদালতে দাঁড়িয়ে যে সাক্ষ্য দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি যে জবানবন্দি দিয়েছেন, সেই দুটির কোনো মিল নেই। এতেও প্রমাণ হয় এই অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এখন পর্যন্ত তিন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করে। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর চালায় এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগেবিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
২০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেবুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। গত ১৫ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে হাজারীবাগ এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে আক্রমণের শিকার হন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৩৩ মিনিট আগে