নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগরীর ডেমরার ভাঙাপ্রেস এলাকার চারতলা যে ভবনে আগুন লেগেছিল, সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে ফায়ার সার্ভিসের বেশি কর্মী ঢুকতে পারেননি। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে অগ্নিনির্বাপণে প্রচেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে গণমাধ্যমকে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘স্টোর রুমের সঠিক নিয়ম মানা হয়নি। জানালা দিয়ে দেখা যাচ্ছে, ভবনের ভেতর মালামাল স্তূপ করে রাখা। কোনো নিয়ম মানা হয়নি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়। জানালার গ্রিল কেটে মালামাল সরিয়ে পানির পাইপ ভেতরে ঢোকানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘মালামাল এত ঠাসা যে, ভেতরে ঢোকার কোনো অবস্থাই নেই। ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে আমাদের বেশি কর্মী ঢুকতে পারেনি।’
লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আশপাশে পানির উৎস ছিল না। ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, সেটিও নেই। ফলে ড্রেনের পানি দিয়েই আগুন নেভানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক আরও বলেন, ‘আশপাশের ভবনগুলো একেবারে লাগিয়ে নির্মাণ করা হয়েছে। এক ভবন থেকে আরেক ভবনের এক ইঞ্চিও গ্যাপ রাখা হয়নি। ধোঁয়ায় আমাদের কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি। ভবনের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পরবর্তী সময়ে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক। রাতে গোডাউন বন্ধ থাকায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
ঢাকা মহানগরীর ডেমরার ভাঙাপ্রেস এলাকার চারতলা যে ভবনে আগুন লেগেছিল, সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে ফায়ার সার্ভিসের বেশি কর্মী ঢুকতে পারেননি। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে অগ্নিনির্বাপণে প্রচেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে গণমাধ্যমকে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘স্টোর রুমের সঠিক নিয়ম মানা হয়নি। জানালা দিয়ে দেখা যাচ্ছে, ভবনের ভেতর মালামাল স্তূপ করে রাখা। কোনো নিয়ম মানা হয়নি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়। জানালার গ্রিল কেটে মালামাল সরিয়ে পানির পাইপ ভেতরে ঢোকানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘মালামাল এত ঠাসা যে, ভেতরে ঢোকার কোনো অবস্থাই নেই। ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে আমাদের বেশি কর্মী ঢুকতে পারেনি।’
লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আশপাশে পানির উৎস ছিল না। ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, সেটিও নেই। ফলে ড্রেনের পানি দিয়েই আগুন নেভানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক আরও বলেন, ‘আশপাশের ভবনগুলো একেবারে লাগিয়ে নির্মাণ করা হয়েছে। এক ভবন থেকে আরেক ভবনের এক ইঞ্চিও গ্যাপ রাখা হয়নি। ধোঁয়ায় আমাদের কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি। ভবনের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পরবর্তী সময়ে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক। রাতে গোডাউন বন্ধ থাকায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১৫ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৪৩ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে