নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে