গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে থ্রি-হুইলার চালকদের বেধড়ক পিটুনিতে ১৫ জন গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে জেলা মৎস্য অফিস কার্যালয় চত্বরে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আহত কয়েকজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, সদর উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। প্রতিদিনের মতো আজ রোববারও প্রশিক্ষণার্থীরা খাওয়ার জন্য উপজেলা চত্বর থেকে হেঁটে পার্শ্ববর্তী জেলা মৎস্য অফিসে যাচ্ছিলেন। সারিবদ্ধভাবে রাস্তা পার হওয়ার সময় মৎস্য অফিসের পাশে দ্রুতগতির একটি থ্রি-হুইলার গ্রাম পুলিশদের ধাক্কা দেয়। এ নিয়ে ওই চালক এবং গ্রাম পুলিশদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে চালক তাঁদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। গ্রাম পুলিশরা মৎস্য অফিসে ঢোকার কিছুক্ষণ পরই থ্রি-হুইলার চালকসহ ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
হামলাকারীদের বেধড়ক পিটুনিতে আহত হন অন্তত ১৫ গ্রাম পুলিশ। পরে তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এঁদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন। বাকিরা হাসপাতাল ও বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জালালাবাদ ইউনিয় পরিষদের দফাদার আহসান হাবিব বলেন, ‘প্রশিক্ষণের মাঝে আমরা ৪০ জন দুপুরের খাবার খেতে মৎস্য অফিসে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমাকে একটি মাহিন্দ্রা থ্রি-হুইলার ধাক্কা মারে। এই নিয়ে থ্রি-হুইলার চালকের সঙ্গে আমার ও সঙ্গে থাকা অন্য গ্রাম পুলিশদের কথা-কাটাকাটি হয়। এরপর আমরা সেখান থেকে মৎস্য অফিসের ভেতরে খেতে চলে যাই। খাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে থ্রি-হুইলার চালকসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ বেশ কয়েকজন আহত হই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত করে এদের গ্রেপ্তার করা হবে। আর এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু কাউকে সেখানে পায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’
গোপালগঞ্জে থ্রি-হুইলার চালকদের বেধড়ক পিটুনিতে ১৫ জন গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে জেলা মৎস্য অফিস কার্যালয় চত্বরে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আহত কয়েকজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, সদর উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। প্রতিদিনের মতো আজ রোববারও প্রশিক্ষণার্থীরা খাওয়ার জন্য উপজেলা চত্বর থেকে হেঁটে পার্শ্ববর্তী জেলা মৎস্য অফিসে যাচ্ছিলেন। সারিবদ্ধভাবে রাস্তা পার হওয়ার সময় মৎস্য অফিসের পাশে দ্রুতগতির একটি থ্রি-হুইলার গ্রাম পুলিশদের ধাক্কা দেয়। এ নিয়ে ওই চালক এবং গ্রাম পুলিশদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে চালক তাঁদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। গ্রাম পুলিশরা মৎস্য অফিসে ঢোকার কিছুক্ষণ পরই থ্রি-হুইলার চালকসহ ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
হামলাকারীদের বেধড়ক পিটুনিতে আহত হন অন্তত ১৫ গ্রাম পুলিশ। পরে তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এঁদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন। বাকিরা হাসপাতাল ও বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জালালাবাদ ইউনিয় পরিষদের দফাদার আহসান হাবিব বলেন, ‘প্রশিক্ষণের মাঝে আমরা ৪০ জন দুপুরের খাবার খেতে মৎস্য অফিসে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমাকে একটি মাহিন্দ্রা থ্রি-হুইলার ধাক্কা মারে। এই নিয়ে থ্রি-হুইলার চালকের সঙ্গে আমার ও সঙ্গে থাকা অন্য গ্রাম পুলিশদের কথা-কাটাকাটি হয়। এরপর আমরা সেখান থেকে মৎস্য অফিসের ভেতরে খেতে চলে যাই। খাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে থ্রি-হুইলার চালকসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ বেশ কয়েকজন আহত হই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত করে এদের গ্রেপ্তার করা হবে। আর এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু কাউকে সেখানে পায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে