প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল): দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। পুরোপুরি বর্ষা মৌসুম আসতে যদিও অনেক দেরি। তবু গ্রীষ্মের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। টাঙ্গাইলের মধুপুরও এর বাইরে নয়। আর বৃষ্টির সঙ্গে রয়েছে ব্যাঙের যোগ। প্রকৃতির নিয়মেই এটি তাদের প্রজনন মৌসুম। মুশকিল হচ্ছে বৃষ্টির সুবাস পেয়ে প্রজননের চাহিদায় প্রকাশ্যে এসেই মারা পড়ছে অসংখ্য ব্যাঙ। স্থানীয় মানুষের খাদ্যতালিকায় ব্যাং থাকায় টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বাইদগুলোতে (নিচু এলাকায়) এ ঘটনা ঘটছে।
মধুপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত শতাধিক পুকুর, অর্ধডজন খাল ও বাইদ রয়েছে। এই জলাশয়গুলোতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙের আনাগোনা বাড়ে। এটা তাদের প্রজনন মৌসুম। বর্ষায় তারা ডিম ছাড়বে প্রজাতি রক্ষার স্বার্থে। প্রজননের প্রয়োজনে বর্ষা মৌসুমে তারা ডাঙায় চলে আসে। এই সুযোগে কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকারে নামে।
পীরগাছা রাবার বাগান এলাকাসহ তার আশপাশের নামা এলাকায় ঘ্যাঙড় ঘ্যাঙ ডাক শুনেই ব্যাঙ ধরার জন্য ছুটে চলে শিকারিরা। সমস্যা হচ্ছে তারা শিকারের নিয়মটিও মানছেন না। সচেতনতার অভাবেই প্রজনন মৌসুমে ব্যাঙের প্রাচুর্য দেখে তারা যেনতেনভাবে শিকার করছেন। শুধু দুটি পা সংগ্রহ করে বাকি অংশ ফেলে দিচ্ছেন তারা।
ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা এনামুল হক বলেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিম্নাঞ্চলগুলোতে ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আর কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকার করছে। তারা ব্যাঙগুলো শিকারের পর শুধু দুটি পা রেখে বাকি শরীর ফেলে দিচ্ছে।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ব্যাঙ একটি উপকারী প্রাণি। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসলের উপকার করে। এভাবে নির্বিচারে ব্যাঙ নিধন ঠিক নয়। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।
মধুপুর (টাঙ্গাইল): দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। পুরোপুরি বর্ষা মৌসুম আসতে যদিও অনেক দেরি। তবু গ্রীষ্মের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। টাঙ্গাইলের মধুপুরও এর বাইরে নয়। আর বৃষ্টির সঙ্গে রয়েছে ব্যাঙের যোগ। প্রকৃতির নিয়মেই এটি তাদের প্রজনন মৌসুম। মুশকিল হচ্ছে বৃষ্টির সুবাস পেয়ে প্রজননের চাহিদায় প্রকাশ্যে এসেই মারা পড়ছে অসংখ্য ব্যাঙ। স্থানীয় মানুষের খাদ্যতালিকায় ব্যাং থাকায় টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বাইদগুলোতে (নিচু এলাকায়) এ ঘটনা ঘটছে।
মধুপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত শতাধিক পুকুর, অর্ধডজন খাল ও বাইদ রয়েছে। এই জলাশয়গুলোতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙের আনাগোনা বাড়ে। এটা তাদের প্রজনন মৌসুম। বর্ষায় তারা ডিম ছাড়বে প্রজাতি রক্ষার স্বার্থে। প্রজননের প্রয়োজনে বর্ষা মৌসুমে তারা ডাঙায় চলে আসে। এই সুযোগে কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকারে নামে।
পীরগাছা রাবার বাগান এলাকাসহ তার আশপাশের নামা এলাকায় ঘ্যাঙড় ঘ্যাঙ ডাক শুনেই ব্যাঙ ধরার জন্য ছুটে চলে শিকারিরা। সমস্যা হচ্ছে তারা শিকারের নিয়মটিও মানছেন না। সচেতনতার অভাবেই প্রজনন মৌসুমে ব্যাঙের প্রাচুর্য দেখে তারা যেনতেনভাবে শিকার করছেন। শুধু দুটি পা সংগ্রহ করে বাকি অংশ ফেলে দিচ্ছেন তারা।
ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা এনামুল হক বলেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিম্নাঞ্চলগুলোতে ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আর কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকার করছে। তারা ব্যাঙগুলো শিকারের পর শুধু দুটি পা রেখে বাকি শরীর ফেলে দিচ্ছে।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ব্যাঙ একটি উপকারী প্রাণি। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসলের উপকার করে। এভাবে নির্বিচারে ব্যাঙ নিধন ঠিক নয়। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ...
৩ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
২৩ মিনিট আগেরাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
১ ঘণ্টা আগে