বন্ধ চিনিকলগুলো ক্রমান্বয়ে চালু করার চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৫: ৪৩
সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন আদিলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষি ও তাঁদের প্রতিনিধিরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ একটা সম্ভাবনাময় এলাকা। যেটি বন্ধ করা হয়েছিল, আমরা সেটা আবার চালু করার চেষ্টা করছি।’

আজ শনিবার সকালে সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আদিলুর রহমান খান। পরে তিনি সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘এখানকার ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ভূমিদস্যুদের দমন করে আমরা এ জমি উদ্ধার করব।’

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত