নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ ঈদের দ্বিতীয় দিনও মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন প্রিয়জনের কাছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম এবং ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ ঈদের পরদিনই ফিরে আসছেন। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ট্রেন চলাচলের সংখ্যাও কিছুটা কম। মঙ্গলবার থেকে সবগুলো ট্রেনই চলাচল করবে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের কাউন্টারের সামনে টিকিট কাটতে যাত্রীদের ভিড় আছে। আন্তনগর ট্রেনের টিকিটের পাশাপাশি লোকাল কমিউটার ট্রেনের কাউন্টারেও মানুষের পর্যাপ্ত জটলা আছে। তবে যাত্রীদের টিকিট পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। আজ সব ট্রেনেরই টিকিট পাওয়া যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প দূরত্বের ট্রেনগুলোতেই যাত্রী আজ বেশি হচ্ছে। অনেকেই আজও প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন।
এদিকে এবার ঈদযাত্রায় ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল। তাতে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তবে ঈদের দ্বিতীয় দিনে আজ কোনো ট্রেন দেরিতে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনই নির্দিষ্ট সময়ে কমলাপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীরাও খুশি।
এরশাদুল ইসলাম পরিবার নিয়ে রাজশাহী যাচ্ছেন। তাই এসেছেন কমলাপুর রেলস্টেশনে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে রাজশাহী যাওয়ার জন্য টিকিট কাটার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই টিকিট কাটতে পারিনি। ফলে ঢাকায় ঈদ করতে হয়েছে। আজ যেহেতু মানুষের যাওয়ার চাপ কিছুটা কম, তাই পরিবার নিয়ে আজ যাচ্ছি রাজশাহীতে ঈদ করতে। ট্রেনের শোভন চেয়ারের টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু টিকিট পেলাম এসি চেয়ারের। ভালোই লাগছে তবে ঈদের আগে যেতে পারলে আরও বেশি ভালো লাগত।’
অনেকেই আবার ঈদের ছুটিতে আত্মীয়র বাসাতে বেড়াতেও যাচ্ছেন। এমনই একজন লায়লা হোসেন। পুরান ঢাকায় তার শ্বশুরবাড়ি। আজ যাচ্ছেন নরসিংদীতে বাবার বাড়িতে ঈদের ছুটি কাটাতে। কমলাপুরের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘শ্বশুরবাড়িতে ঈদ করেছি। গতকাল কোরবানিও দিয়েছি। কোরবানির দিন যেহেতু ব্যস্ততা থাকে, তাই কোথাও যেতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিনে কোরবানির মাংস নিয়ে আমরা বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি। রাস্তাঘাট ফাঁকা ঢাকা শহরের মধ্যে থেকে স্টেশনে আসতেও কোনো সমস্যা হয়নি। ট্রেনের টিকিটও পেয়েছি। ভালোই লাগছে। স্টেশনে খুব একটা মানুষের ভিড় নেই তাই অনায়াসে ট্রেনে ওঠা যাচ্ছে।’
আজ ঈদের দ্বিতীয় দিন মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। ফলে সব রুটের ট্রেন চলাচল করছে না। কিছু ট্রেন চলাচল করছে যাত্রী পরিবহনের জন্য। এদিকে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট।
আজ ঈদের দ্বিতীয় দিনও মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন প্রিয়জনের কাছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম এবং ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ ঈদের পরদিনই ফিরে আসছেন। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ট্রেন চলাচলের সংখ্যাও কিছুটা কম। মঙ্গলবার থেকে সবগুলো ট্রেনই চলাচল করবে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের কাউন্টারের সামনে টিকিট কাটতে যাত্রীদের ভিড় আছে। আন্তনগর ট্রেনের টিকিটের পাশাপাশি লোকাল কমিউটার ট্রেনের কাউন্টারেও মানুষের পর্যাপ্ত জটলা আছে। তবে যাত্রীদের টিকিট পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। আজ সব ট্রেনেরই টিকিট পাওয়া যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প দূরত্বের ট্রেনগুলোতেই যাত্রী আজ বেশি হচ্ছে। অনেকেই আজও প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন।
এদিকে এবার ঈদযাত্রায় ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল। তাতে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তবে ঈদের দ্বিতীয় দিনে আজ কোনো ট্রেন দেরিতে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনই নির্দিষ্ট সময়ে কমলাপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীরাও খুশি।
এরশাদুল ইসলাম পরিবার নিয়ে রাজশাহী যাচ্ছেন। তাই এসেছেন কমলাপুর রেলস্টেশনে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে রাজশাহী যাওয়ার জন্য টিকিট কাটার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই টিকিট কাটতে পারিনি। ফলে ঢাকায় ঈদ করতে হয়েছে। আজ যেহেতু মানুষের যাওয়ার চাপ কিছুটা কম, তাই পরিবার নিয়ে আজ যাচ্ছি রাজশাহীতে ঈদ করতে। ট্রেনের শোভন চেয়ারের টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু টিকিট পেলাম এসি চেয়ারের। ভালোই লাগছে তবে ঈদের আগে যেতে পারলে আরও বেশি ভালো লাগত।’
অনেকেই আবার ঈদের ছুটিতে আত্মীয়র বাসাতে বেড়াতেও যাচ্ছেন। এমনই একজন লায়লা হোসেন। পুরান ঢাকায় তার শ্বশুরবাড়ি। আজ যাচ্ছেন নরসিংদীতে বাবার বাড়িতে ঈদের ছুটি কাটাতে। কমলাপুরের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘শ্বশুরবাড়িতে ঈদ করেছি। গতকাল কোরবানিও দিয়েছি। কোরবানির দিন যেহেতু ব্যস্ততা থাকে, তাই কোথাও যেতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিনে কোরবানির মাংস নিয়ে আমরা বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি। রাস্তাঘাট ফাঁকা ঢাকা শহরের মধ্যে থেকে স্টেশনে আসতেও কোনো সমস্যা হয়নি। ট্রেনের টিকিটও পেয়েছি। ভালোই লাগছে। স্টেশনে খুব একটা মানুষের ভিড় নেই তাই অনায়াসে ট্রেনে ওঠা যাচ্ছে।’
আজ ঈদের দ্বিতীয় দিন মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। ফলে সব রুটের ট্রেন চলাচল করছে না। কিছু ট্রেন চলাচল করছে যাত্রী পরিবহনের জন্য। এদিকে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে