নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিএমএ খালেদার চিকিৎসা নিয়ে সরকারের সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে থেকে চিকিৎসক আনার যে বিষয়টি বিএমএ বলেছে, সেটা কালক্ষেপণ ছাড়া আর কিছু না। এর মধ্যে দিয়ে তারা সরকারকে সমর্থন করছে।’
ডা. হারুন আল রশিদ বলেন, আজ মুক্তিযুদ্ধের ‘পক্ষে’ এবং ‘বিপক্ষে’ একটি বিভাজন তৈরি করা হয়েছে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজ অসুস্থ। তাঁর চিকিৎসায় দেশের স্বনামধন্য চিকিৎসকেরা চিকিৎসা করছেন। তাঁরা বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও সম্ভব নয়। এর বিপক্ষে সরকারি অবস্থান। বিএমএর অবস্থানও একই। এটা অত্যন্ত দুঃখজনক।
বিএমএর এমন ভূমিকার সমালোচনা করে ড্যাব সভাপতি বলেন, ‘আমরা চিকিৎসক সমাজ হিসেবে একটা শপথ নিই যে, চিকিৎসার ক্ষেত্রে কখনো আমরা মিথ্যা বলব না, অন্যায় করব না, রোগীর স্বার্থে সব সময় কাজ করব। আজ তারা (বিএমএ) সেই শপথ ভঙ্গ করেছে। অসুস্থ খালেদা জিয়ার বিরুদ্ধে আজ বিএমএ অবস্থান নিয়েছে।’ ‘লিভার সিরোসিসের চিকিৎসা বাংলাদেশে হয়, এটা ভুল তথ্য’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টও হয় না। দুজনকে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা খুবই খারাপ। আর এটা শুধু বাংলাদেশের চিকিৎসকেরা করেননি। দেশের বাইরে থেকে টিম এসে এই কাজ করেছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যাব সভাপতি বলেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে খবর দিয়েছেন, তা বিশ্বাসযোগ্য। তাঁরা সঠিক সময়ে মানুষের কাছে তথ্য প্রকাশ করেছেন। এখন সরকার এই ব্যাপারে চাপও অনুভব করছে।
দেশের বাইরে থেকে চিকিৎসক আনা এবং বিশেষ পদ্ধতি (টিপস) ভারতে গিয়ে করানো সম্ভব কিনা জানতে চাইলে এই চিকিৎসক বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা, সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির সুনির্দিষ্ট কয়েকটি হাসপাতালে আছে। এটা সম্পূর্ণ একটা টিমওয়ার্ক। তিনি বলেন, ‘আমরা চিকিৎসক আনলাম। পরে দেখা গেল তিনি বলবেন যে, আমি একা পারব না। তাই যারা বলছেন চিকিৎসা দেশে হতে পারে, সেটা আসলেই ভুল।’
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান। এ দেশের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।’
সংবাদ সম্মেলন থেকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য স্বল্পতম সময়ের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানায় ড্যাব।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিএমএ খালেদার চিকিৎসা নিয়ে সরকারের সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে থেকে চিকিৎসক আনার যে বিষয়টি বিএমএ বলেছে, সেটা কালক্ষেপণ ছাড়া আর কিছু না। এর মধ্যে দিয়ে তারা সরকারকে সমর্থন করছে।’
ডা. হারুন আল রশিদ বলেন, আজ মুক্তিযুদ্ধের ‘পক্ষে’ এবং ‘বিপক্ষে’ একটি বিভাজন তৈরি করা হয়েছে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজ অসুস্থ। তাঁর চিকিৎসায় দেশের স্বনামধন্য চিকিৎসকেরা চিকিৎসা করছেন। তাঁরা বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও সম্ভব নয়। এর বিপক্ষে সরকারি অবস্থান। বিএমএর অবস্থানও একই। এটা অত্যন্ত দুঃখজনক।
বিএমএর এমন ভূমিকার সমালোচনা করে ড্যাব সভাপতি বলেন, ‘আমরা চিকিৎসক সমাজ হিসেবে একটা শপথ নিই যে, চিকিৎসার ক্ষেত্রে কখনো আমরা মিথ্যা বলব না, অন্যায় করব না, রোগীর স্বার্থে সব সময় কাজ করব। আজ তারা (বিএমএ) সেই শপথ ভঙ্গ করেছে। অসুস্থ খালেদা জিয়ার বিরুদ্ধে আজ বিএমএ অবস্থান নিয়েছে।’ ‘লিভার সিরোসিসের চিকিৎসা বাংলাদেশে হয়, এটা ভুল তথ্য’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টও হয় না। দুজনকে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা খুবই খারাপ। আর এটা শুধু বাংলাদেশের চিকিৎসকেরা করেননি। দেশের বাইরে থেকে টিম এসে এই কাজ করেছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যাব সভাপতি বলেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে খবর দিয়েছেন, তা বিশ্বাসযোগ্য। তাঁরা সঠিক সময়ে মানুষের কাছে তথ্য প্রকাশ করেছেন। এখন সরকার এই ব্যাপারে চাপও অনুভব করছে।
দেশের বাইরে থেকে চিকিৎসক আনা এবং বিশেষ পদ্ধতি (টিপস) ভারতে গিয়ে করানো সম্ভব কিনা জানতে চাইলে এই চিকিৎসক বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা, সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির সুনির্দিষ্ট কয়েকটি হাসপাতালে আছে। এটা সম্পূর্ণ একটা টিমওয়ার্ক। তিনি বলেন, ‘আমরা চিকিৎসক আনলাম। পরে দেখা গেল তিনি বলবেন যে, আমি একা পারব না। তাই যারা বলছেন চিকিৎসা দেশে হতে পারে, সেটা আসলেই ভুল।’
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান। এ দেশের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।’
সংবাদ সম্মেলন থেকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য স্বল্পতম সময়ের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানায় ড্যাব।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২১ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৫ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে