নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অমর একুশে বইমেলায় মেলার সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক, লেখক, বিক্রেতা ও স্টলের কর্মীদের কাছে টিকার সনদ না থাকলে জরিমানা গুনতে হবে। এমনকি মেলায়ও থাকতে দেওয়া হবে না। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে এ কথা বলেছেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলার প্রবেশপথে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। স্টলের কর্মীরা টিকা দিয়েছেন মর্মে কার্ড রাখতে হবে। অন্যথায় তাদের দোকান থেকে জরিমানা করা হবে ও মেলায় থাকতে দেওয়া হবে না।’
বইমেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মেলা কেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার, শাহবাগ ও নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তল্লাশি দল থাকবে। সন্দেহজনক কিছু দেখলে তাঁরা তল্লাশি করবেন। মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে।’
এ ছাড়া, কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার জানান, মেলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে। ডিএমপি কন্ট্রোল রুমের ভেতরে থাকবে ব্রেস্ট ফিল্ডিং কক্ষ।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি থাকলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এমন আশাবাদ ব্যক্ত করে মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাণের মেলা নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি। আশা করছি সকলকে সঙ্গে নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব।’
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্যও মোতায়েন থাকবে। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ি টহল থাকবে। এ ছাড়া, সিসিটি, বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
অমর একুশে বইমেলায় মেলার সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক, লেখক, বিক্রেতা ও স্টলের কর্মীদের কাছে টিকার সনদ না থাকলে জরিমানা গুনতে হবে। এমনকি মেলায়ও থাকতে দেওয়া হবে না। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে এ কথা বলেছেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলার প্রবেশপথে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। স্টলের কর্মীরা টিকা দিয়েছেন মর্মে কার্ড রাখতে হবে। অন্যথায় তাদের দোকান থেকে জরিমানা করা হবে ও মেলায় থাকতে দেওয়া হবে না।’
বইমেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মেলা কেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার, শাহবাগ ও নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তল্লাশি দল থাকবে। সন্দেহজনক কিছু দেখলে তাঁরা তল্লাশি করবেন। মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে।’
এ ছাড়া, কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার জানান, মেলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে। ডিএমপি কন্ট্রোল রুমের ভেতরে থাকবে ব্রেস্ট ফিল্ডিং কক্ষ।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি থাকলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এমন আশাবাদ ব্যক্ত করে মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাণের মেলা নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি। আশা করছি সকলকে সঙ্গে নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব।’
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্যও মোতায়েন থাকবে। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ি টহল থাকবে। এ ছাড়া, সিসিটি, বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে