ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় দুর্গম বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিল থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের মাংস পচে-গলে হাড় বেরিয়ে গেছে। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।
স্থানীয় গ্রামপুলিশ অজিত কুমার বলেন, ‘প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চতলার বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ খুবই কম। সেখানে বছরজুড়ে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। আজ সকালে একজন বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
অজিত কুমার আরও বলেন, ‘পুরো বিলে পাট খেত। সালোয়ার পরা ও গলিত লাশটি পাট খেতের পাশে ছন খেতে দেখতে পাই। লাশ মাথা থেকে বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে লাশটি পাট খেতে ফেলে গেছে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী দূর থেকে তাঁকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ফরিদপুরের ভাঙ্গায় দুর্গম বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিল থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের মাংস পচে-গলে হাড় বেরিয়ে গেছে। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।
স্থানীয় গ্রামপুলিশ অজিত কুমার বলেন, ‘প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চতলার বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ খুবই কম। সেখানে বছরজুড়ে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। আজ সকালে একজন বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
অজিত কুমার আরও বলেন, ‘পুরো বিলে পাট খেত। সালোয়ার পরা ও গলিত লাশটি পাট খেতের পাশে ছন খেতে দেখতে পাই। লাশ মাথা থেকে বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে লাশটি পাট খেতে ফেলে গেছে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী দূর থেকে তাঁকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১৩ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
২৩ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৩৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে