গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ’৭১–এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ শনিবার তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা শারীরিক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে একটি কারা অ্যাম্বুলেন্সে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স দুপুরের কিছু আগে হাসপাতালে পৌঁছে। পরে তাঁকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি হুইলচেয়ারে লিফটে করে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর পরনে প্যান্ট, পাঞ্জাবি, শরীরে একটি জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো ছিল। এ সময় চারপাশে কারারক্ষী, পুলিশ ও বিপুলসংখ্যক আনসার সদস্য ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে তাঁকে হাসপাতালে পাঠানোর বিষয়টি আগেই জানায় কারা কর্তৃপক্ষ। সে অনুযায়ী শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছালে তাঁকে সরাসরি হাসপাতালের উপপরিচালকের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। হাসপাতালের হৃদ্রোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করেন। পরে তাঁর কিছু মেডিকেল টেস্ট করানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শাহরিয়ার কবিরের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তবে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম হাসপাতালে পাঠানোর বিষয়টি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার কবিরকে রুটিন চেকআপ করানোর জন্য হাসপাতালে আনা হয়। আমরা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে তাঁর শারীরিক পরীক্ষা করি। কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন, তবে জটিল কোনো সমস্যা নেই। আমরা আজকে একটি ব্যবস্থাপত্র দিয়েছি। রোববার রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই করে প্রয়োজন হলে আবারও ব্যবস্থাপত্র দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাঁকে আদালতের নির্দেশে প্রথমে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে প্রথমে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ স্থানান্তর করা হয়। এখানেই তিনি বর্তমানে বন্দী আছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ’৭১–এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ শনিবার তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা শারীরিক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে একটি কারা অ্যাম্বুলেন্সে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স দুপুরের কিছু আগে হাসপাতালে পৌঁছে। পরে তাঁকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি হুইলচেয়ারে লিফটে করে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর পরনে প্যান্ট, পাঞ্জাবি, শরীরে একটি জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো ছিল। এ সময় চারপাশে কারারক্ষী, পুলিশ ও বিপুলসংখ্যক আনসার সদস্য ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে তাঁকে হাসপাতালে পাঠানোর বিষয়টি আগেই জানায় কারা কর্তৃপক্ষ। সে অনুযায়ী শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছালে তাঁকে সরাসরি হাসপাতালের উপপরিচালকের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। হাসপাতালের হৃদ্রোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করেন। পরে তাঁর কিছু মেডিকেল টেস্ট করানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শাহরিয়ার কবিরের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তবে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম হাসপাতালে পাঠানোর বিষয়টি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার কবিরকে রুটিন চেকআপ করানোর জন্য হাসপাতালে আনা হয়। আমরা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে তাঁর শারীরিক পরীক্ষা করি। কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন, তবে জটিল কোনো সমস্যা নেই। আমরা আজকে একটি ব্যবস্থাপত্র দিয়েছি। রোববার রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই করে প্রয়োজন হলে আবারও ব্যবস্থাপত্র দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাঁকে আদালতের নির্দেশে প্রথমে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে প্রথমে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ স্থানান্তর করা হয়। এখানেই তিনি বর্তমানে বন্দী আছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২৫ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
৪২ মিনিট আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগে