নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’
শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনকে ‘আইওয়াশ ও হাস্যকর’ মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ‘অ্যাজমা সমস্যার কথা জানার পরও কেন অপারেশন করা হলো? এখানে তো অবহেলা বোঝাই যাচ্ছে।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় আয়ানের বাবা আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. পরিমল কুমার পালকে ডায়াসের সামনে ডাকেন আদালত। তাঁর কাছে মেডিকেল টার্মের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়। এ সময় আদালত বলেন, ‘গ্রামে এখনো ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) হচ্ছে। আর এত পরীক্ষার পরও আপনারা বুঝতে পারলেন না সমস্যা আছে? সুন্নতে খতনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও তো এত ওষুধ লাগে না।’
আইনজীবী শাহজাহান আকন্দ বলেন, যিনি অ্যানেসথেসিয়া দিয়েছেন, তিনি কেবল ডিপ্লোমা করা। ইউনাইটেড হাসপাতালে একজন সিনিয়র অ্যানেসথেসিওলজিস্টও ছিল না। এত জোরে শিশুটির সিপিআর করেছে, তাতে তার বুকের হাড় ভেঙে গেছে। আদালত বলেন, ‘প্রতিবেদনে যে মতামত দিয়েছেন, এটা একধরনের আইওয়াশ। ১৮ কোটি মানুষের দেশে যদিও অপ্রতুলতা আছে। তবে একটা ডিসিপ্লিনে আসা উচিত। আমরা সবকিছু দেখে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেব।’
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর তিনি বলেন, ‘সুন্নতে খতনার জন্য “অতিরিক্ত অ্যানেসথেসিয়া” দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’
রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
২২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে