নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সংবিধানকে এমনভাবে অগণতান্ত্রিক করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানেই এখন জবাবদিহি নেই। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রচিন্তা ও গণপরিষদ আন্দোলনের উদ্যোগে বিদ্যমান সাংবিধানিক সংকট নিরসনে গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, সামরিক শাসকেরা তাঁদের মতো করে সংবিধানকে কাটা–ছেঁড়া করে নিয়েছেন। এই সরকারও তাদের মতো করে সংবিধানকে অগণতান্ত্রিক শাসনের উপযোগী করে নিয়েছে। এর বিরুদ্ধে জনগণকেই জেগে উঠতে হবে। তাঁদের সচেতন হতে হবে।
শিক্ষক ও সাংবাদিকদের অগণতান্ত্রিক কর্মকাণ্ড সম্পর্কে আনু মুহাম্মদ বলেন, এখন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সাংবাদিকেরা বিবৃতি দিয়ে সরকারকে আরও নিপীড়নমূলক হতে উৎসাহ দিচ্ছেন। সুতরাং অগণতান্ত্রিক প্রবণতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা এসব ঘটনা থেকেই বোঝা যাচ্ছে।
বিদ্যুৎ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের সঠিক রিপোর্ট আসবে না। বরং সেখানকার ছোট ব্যবসায়ীদের বুকের ওপর হাইরাইজড বিল্ডিং হবে। তাদের স্বপ্ন ধূলিসাৎ হবে। ১১টি কোম্পানি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই লুটপাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আইন করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারই এই দায়মুক্তি দিয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নঈম জাহাঙ্গীরসহ অন্যরা।
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সংবিধানকে এমনভাবে অগণতান্ত্রিক করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানেই এখন জবাবদিহি নেই। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রচিন্তা ও গণপরিষদ আন্দোলনের উদ্যোগে বিদ্যমান সাংবিধানিক সংকট নিরসনে গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, সামরিক শাসকেরা তাঁদের মতো করে সংবিধানকে কাটা–ছেঁড়া করে নিয়েছেন। এই সরকারও তাদের মতো করে সংবিধানকে অগণতান্ত্রিক শাসনের উপযোগী করে নিয়েছে। এর বিরুদ্ধে জনগণকেই জেগে উঠতে হবে। তাঁদের সচেতন হতে হবে।
শিক্ষক ও সাংবাদিকদের অগণতান্ত্রিক কর্মকাণ্ড সম্পর্কে আনু মুহাম্মদ বলেন, এখন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সাংবাদিকেরা বিবৃতি দিয়ে সরকারকে আরও নিপীড়নমূলক হতে উৎসাহ দিচ্ছেন। সুতরাং অগণতান্ত্রিক প্রবণতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা এসব ঘটনা থেকেই বোঝা যাচ্ছে।
বিদ্যুৎ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের সঠিক রিপোর্ট আসবে না। বরং সেখানকার ছোট ব্যবসায়ীদের বুকের ওপর হাইরাইজড বিল্ডিং হবে। তাদের স্বপ্ন ধূলিসাৎ হবে। ১১টি কোম্পানি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই লুটপাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আইন করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারই এই দায়মুক্তি দিয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নঈম জাহাঙ্গীরসহ অন্যরা।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪০ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪০ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪২ মিনিট আগে