শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টের দুটি ফ্লাইওভার। আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ও বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর নির্মিত দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
জানা যায়, এ মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে শফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভার দুটিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো।
ফ্লাইওভার দিয়ে চলাচলকারী প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না।
ইসলাম মিয়া নামের অপর এক বাসচালক বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই। ঠিক চালক হিসেবে ততোই আন্দন লাগছে। ঈদ এলে বোঝা যেত যানজট কত ভোগান্তির! এখন ভোগান্তি অনেকটা কমবে।’
সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় নিয়ে সরকার ফ্লাইওভার খুলে দিয়েছে। এই ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এই সড়কে যানজট কমে যাবে। সাজেক প্রজেক্ট-১-এর আওতায় নাওজোর ফ্লাইওভারের নির্মাণকাজ হয়েছে।
প্রজেক্টের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট ছোট কাজগুলো শেষ হবে।
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টের দুটি ফ্লাইওভার। আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ও বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর নির্মিত দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
জানা যায়, এ মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে শফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভার দুটিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো।
ফ্লাইওভার দিয়ে চলাচলকারী প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না।
ইসলাম মিয়া নামের অপর এক বাসচালক বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই। ঠিক চালক হিসেবে ততোই আন্দন লাগছে। ঈদ এলে বোঝা যেত যানজট কত ভোগান্তির! এখন ভোগান্তি অনেকটা কমবে।’
সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় নিয়ে সরকার ফ্লাইওভার খুলে দিয়েছে। এই ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এই সড়কে যানজট কমে যাবে। সাজেক প্রজেক্ট-১-এর আওতায় নাওজোর ফ্লাইওভারের নির্মাণকাজ হয়েছে।
প্রজেক্টের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট ছোট কাজগুলো শেষ হবে।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪১ মিনিট আগে