নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন অসম্পূর্ণ। এই আইনের বেশ কয়েকটি ধারা অস্পষ্ট। সংবাদকর্মীদের নানাভাবে বঞ্চিত ও নিগ্রহ করতে এই আইনের বেশ কয়েকটি ধারা ব্যবহৃত হতে পারে ৷ তাই কর্মী সুরক্ষা নিশ্চিত করে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধন প্রয়োজন।
আজ বুধবার ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত গণমাধ্যমকর্মী আইন সম্পর্কিত অংশীজন সংলাপে এসব কথা বলেন বক্তারা। তাঁরা জানান, গণমাধ্যমকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যমকর্মী আইন প্রয়োজন। তবে প্রস্তাবিত আইনের সংশোধন ছাড়া এই আইন পাস হয়ে গেলে তা সংবাদমাধ্যমের এগিয়ে যাওয়ার পথকে ক্ষতিগ্রস্ত করবে।
সভায় মূল বক্তব্য তুলে ধরেন বিজেসির নির্বাহী মিল্টন আনোয়ার। তিনি প্রস্তাবিত আইনের বিভিন্ন অসংগতি ও অস্পষ্টতার কথা জানান। তিনি বলেন, প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা অসম্পূর্ণ। সাংবাদিকতার সঙ্গে জড়িত স্থায়ী, অস্থায়ী, ফ্রিল্যান্স সব ধরনের ব্যক্তিকে এই আইনে অন্তর্ভুক্ত করতে হবে ৷
প্রস্তাবিত আইনের ১২ ধারায় বলা হয়েছে, কোনো গণমাধ্যমে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকলে যাঁরা অতিরিক্ত তাঁদের ছাঁটাই করা যাবে। কিন্তু অতিরিক্ত কর্মীর ব্যাখ্যা আইনের কোথাও নেই। ফলে এই বিধান চাকরির নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে জানান বক্তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ বলেন, সংবাদমাধ্যমের মালিকপক্ষ আইনটি না করার ব্যাপারে সেতুমন্ত্রীকে বলেছেন। কিন্তু আমরা আইনটি চাই। তবে এই আইনের বেশ কিছু ধারায় সংশোধন প্রয়োজন। অন্যথায় সংবাদমাধ্যমকে দুর্বল করবে এই আইন।
বক্তারা জানান, গণমাধ্যমকর্মী আইনের লক্ষ্য গণমাধ্যমকর্মীদের কল্যাণ, চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা দেওয়া। কিন্তু প্রস্তাবিত আইনে এমন কিছু ধারা রয়েছে, যার ফলে গণমাধ্যমকর্মীরা বিভিন্নভাবে নিগ্রহের শিকার হবেন।
এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, গণমাধ্যমকর্মী আইন যত বড় হবে, বিপদ তত বাড়বে। আইনের প্রথম ধারাতেই থাকতে হবে যে, গণমাধ্যমকর্মীরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতামুক্ত থাকবে। প্রস্তাবিত আইনে ৫৪টি ধারা রয়েছে। এটাকে ১০-১৫ ধারার মধ্যে কীভাবে আনা যায়, সেটা ভাবতে হবে।
সংলাপে বিজেসি সভাপতি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা জানান, গণমাধ্যমের অংশীজনেরা ঐক্যবদ্ধভাবে এখনো এই আইনের বিষয়ে কোনো সংশোধনী প্রস্তাব দিতে পারেনি। অংশীজনদের বড় অংশ হচ্ছে মালিকপক্ষ। তারা এই আইন না করার ব্যাপারে অবস্থান জানিয়েছে।
বিজেসির সদস্যসচিব শাকিল আহমেদ বলেন, গণমাধ্যমকর্মী আইনটি এখনো পাস হয়নি। প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এটি আইন হওয়ার পর আগামী বহু বছর আমাদের জীবন, পেশা এবং সাংবাদিকতা নিয়ন্ত্রণ করবে। তাই এই আইনের অসংগতি এবং অসম্পূর্ণতা সম্পর্কে আমাদের এখনই কথা বলতে হবে। যেহেতু কর্মী দুর্বল হলেই মিডিয়া দুর্বল হয়। তাই দুর্বল মিডিয়া তৈরির অংশ হিসেবে এই আইনটি ব্যবহৃত হবে।
সংলাপে আরও অংশ নেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সংবাদমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন অসম্পূর্ণ। এই আইনের বেশ কয়েকটি ধারা অস্পষ্ট। সংবাদকর্মীদের নানাভাবে বঞ্চিত ও নিগ্রহ করতে এই আইনের বেশ কয়েকটি ধারা ব্যবহৃত হতে পারে ৷ তাই কর্মী সুরক্ষা নিশ্চিত করে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধন প্রয়োজন।
আজ বুধবার ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত গণমাধ্যমকর্মী আইন সম্পর্কিত অংশীজন সংলাপে এসব কথা বলেন বক্তারা। তাঁরা জানান, গণমাধ্যমকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যমকর্মী আইন প্রয়োজন। তবে প্রস্তাবিত আইনের সংশোধন ছাড়া এই আইন পাস হয়ে গেলে তা সংবাদমাধ্যমের এগিয়ে যাওয়ার পথকে ক্ষতিগ্রস্ত করবে।
সভায় মূল বক্তব্য তুলে ধরেন বিজেসির নির্বাহী মিল্টন আনোয়ার। তিনি প্রস্তাবিত আইনের বিভিন্ন অসংগতি ও অস্পষ্টতার কথা জানান। তিনি বলেন, প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা অসম্পূর্ণ। সাংবাদিকতার সঙ্গে জড়িত স্থায়ী, অস্থায়ী, ফ্রিল্যান্স সব ধরনের ব্যক্তিকে এই আইনে অন্তর্ভুক্ত করতে হবে ৷
প্রস্তাবিত আইনের ১২ ধারায় বলা হয়েছে, কোনো গণমাধ্যমে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকলে যাঁরা অতিরিক্ত তাঁদের ছাঁটাই করা যাবে। কিন্তু অতিরিক্ত কর্মীর ব্যাখ্যা আইনের কোথাও নেই। ফলে এই বিধান চাকরির নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে জানান বক্তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ বলেন, সংবাদমাধ্যমের মালিকপক্ষ আইনটি না করার ব্যাপারে সেতুমন্ত্রীকে বলেছেন। কিন্তু আমরা আইনটি চাই। তবে এই আইনের বেশ কিছু ধারায় সংশোধন প্রয়োজন। অন্যথায় সংবাদমাধ্যমকে দুর্বল করবে এই আইন।
বক্তারা জানান, গণমাধ্যমকর্মী আইনের লক্ষ্য গণমাধ্যমকর্মীদের কল্যাণ, চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা দেওয়া। কিন্তু প্রস্তাবিত আইনে এমন কিছু ধারা রয়েছে, যার ফলে গণমাধ্যমকর্মীরা বিভিন্নভাবে নিগ্রহের শিকার হবেন।
এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, গণমাধ্যমকর্মী আইন যত বড় হবে, বিপদ তত বাড়বে। আইনের প্রথম ধারাতেই থাকতে হবে যে, গণমাধ্যমকর্মীরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতামুক্ত থাকবে। প্রস্তাবিত আইনে ৫৪টি ধারা রয়েছে। এটাকে ১০-১৫ ধারার মধ্যে কীভাবে আনা যায়, সেটা ভাবতে হবে।
সংলাপে বিজেসি সভাপতি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা জানান, গণমাধ্যমের অংশীজনেরা ঐক্যবদ্ধভাবে এখনো এই আইনের বিষয়ে কোনো সংশোধনী প্রস্তাব দিতে পারেনি। অংশীজনদের বড় অংশ হচ্ছে মালিকপক্ষ। তারা এই আইন না করার ব্যাপারে অবস্থান জানিয়েছে।
বিজেসির সদস্যসচিব শাকিল আহমেদ বলেন, গণমাধ্যমকর্মী আইনটি এখনো পাস হয়নি। প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এটি আইন হওয়ার পর আগামী বহু বছর আমাদের জীবন, পেশা এবং সাংবাদিকতা নিয়ন্ত্রণ করবে। তাই এই আইনের অসংগতি এবং অসম্পূর্ণতা সম্পর্কে আমাদের এখনই কথা বলতে হবে। যেহেতু কর্মী দুর্বল হলেই মিডিয়া দুর্বল হয়। তাই দুর্বল মিডিয়া তৈরির অংশ হিসেবে এই আইনটি ব্যবহৃত হবে।
সংলাপে আরও অংশ নেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সংবাদমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে