নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশান ২ নম্বরের দীর্ঘদিন ছিলেন তিনি। মৃত্যুর পরে শেষ বারের মতো সেখানে নিয়ে যাওয়া হয় সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মরদেহ। স্বজনদের শ্রদ্ধা জানানো শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সিএমএইচের হিমঘরে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমেদে। আজ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর গ্রামের বাড়িতে জানাজা শেষ করে তাঁর মরদেহ নিয়ে আসা হয় গুলশান ২ নম্বরের বাসভবনে।
মেয়ে জামাতা আহাদুজ্জামান মোহাম্মদ আলী বলেন, তিনি ছিলেন একজন নিভৃতচারী মানুষ। শেষ দিনগুলোতে এসেও তিনি দেশের খোঁজ খবর রাখতেন। এক চোখে না দেখেও তিনি নিয়মিত খবরের কাগজ পড়তেন।
সাহাবুদ্দীন আহমেদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তিনি বলেন, আমরা কখনোই তাঁকে কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলতে দেখিনি। তিনি শুধু চাইতেন দেশের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে।
সাহাবুদ্দীন আহমেদের প্রতিবেশী এবং সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ ডা. হাবিবে মিল্লাত বলেন, তিনি ছিলেন একজন সৎ, সজ্জন এবং নির্লোভ মানুষ। সারা দেশের মানুষ তাঁকে যেমন ভালো মানুষ হিসেবে জানত, আমরা যারা তাঁকে কাছ থেকে দেখেছি আমরাও তেমনই জানতাম। তাঁর মধ্যে কোনো কপটতা ছিল না।
দেশের ক্রান্তিলগ্নে সাহাবুদ্দীন আহমেদের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষ কোনো বিতর্ক ছাড়াই দেশের প্রয়োজনে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর এ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এর আগে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটা নেত্রকোনার পেমই গ্রামে। সেখানে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে। বাসভবনে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হবে।
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে সামনে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
গত ফেব্রুয়ারিতে গুরুতর অসুস্থ অবস্থায় সাহাবুদ্দীন আহমদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
তাঁর পরিবারের সদস্যরা জানান, সেখানে ভর্তি করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গুলশান ২ নম্বরের দীর্ঘদিন ছিলেন তিনি। মৃত্যুর পরে শেষ বারের মতো সেখানে নিয়ে যাওয়া হয় সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মরদেহ। স্বজনদের শ্রদ্ধা জানানো শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সিএমএইচের হিমঘরে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমেদে। আজ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর গ্রামের বাড়িতে জানাজা শেষ করে তাঁর মরদেহ নিয়ে আসা হয় গুলশান ২ নম্বরের বাসভবনে।
মেয়ে জামাতা আহাদুজ্জামান মোহাম্মদ আলী বলেন, তিনি ছিলেন একজন নিভৃতচারী মানুষ। শেষ দিনগুলোতে এসেও তিনি দেশের খোঁজ খবর রাখতেন। এক চোখে না দেখেও তিনি নিয়মিত খবরের কাগজ পড়তেন।
সাহাবুদ্দীন আহমেদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তিনি বলেন, আমরা কখনোই তাঁকে কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলতে দেখিনি। তিনি শুধু চাইতেন দেশের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে।
সাহাবুদ্দীন আহমেদের প্রতিবেশী এবং সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ ডা. হাবিবে মিল্লাত বলেন, তিনি ছিলেন একজন সৎ, সজ্জন এবং নির্লোভ মানুষ। সারা দেশের মানুষ তাঁকে যেমন ভালো মানুষ হিসেবে জানত, আমরা যারা তাঁকে কাছ থেকে দেখেছি আমরাও তেমনই জানতাম। তাঁর মধ্যে কোনো কপটতা ছিল না।
দেশের ক্রান্তিলগ্নে সাহাবুদ্দীন আহমেদের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষ কোনো বিতর্ক ছাড়াই দেশের প্রয়োজনে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর এ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এর আগে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটা নেত্রকোনার পেমই গ্রামে। সেখানে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে। বাসভবনে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হবে।
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে সামনে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
গত ফেব্রুয়ারিতে গুরুতর অসুস্থ অবস্থায় সাহাবুদ্দীন আহমদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
তাঁর পরিবারের সদস্যরা জানান, সেখানে ভর্তি করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে