নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মোবাইল ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারীসহ মোবাইল টেকনিশিয়ান ও ব্যবসায়ীরাও আছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া আইফোন, স্যামসাং, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্যান্ডের ১৫৮টি মোবাইল ফোনসেট।
আজ বুধবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরি হওয়া মোবাইল ফোনগুলো তিনটি হাত বদল হয়। যিনি চুরি করেন তিনি মোবাইলভেদে ৪ থেকে ৮ হাজার টাকায় টেকনিশিয়ান বা কোনো চোরাই ফোন ক্রেতার কাছে বিক্রি করেন। টেকনিশিয়ান বা চোরাই ফোন ক্রেতা ফোনের পাসওয়ার্ড ও ফাইন্ড ইউর ফোনের অপশনটি চালু থাকলে তার ডিসপ্লে ও কেসিং উচ্চমূল্যে বিক্রি করেন; আর এসব অপশন চালু না থাকলে আইএমইআই নম্বর পরিবর্তন করে আইফোনের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ হাজার টাকা ও অন্য ফোনগুলো ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
অল্প পয়সায় দামি ফোন ক্রয়-বিক্রয়ের কথা উল্লেখ করে হাফিজ আকতার মোবাইল ফোন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পুরোনো মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি নেই; কিন্তু ব্যবসায়ীদের কাছে চোরাই মোবাইল থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে। যারা বিক্রি করেন, তাঁরাও অপরাধী। বিক্রেতাদের এসব কাজ থেকে সরে আসার অনুরোধ করেন তিনি। চোরাই মোবাইল বিক্রি হয় বলেই চোর ও ছিনতাইকারীরা এসব কর্মকাণ্ড করতে উৎসাহী হয়। এ ক্ষেত্রে চোরাই মোবাইল বিক্রি করা ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।
চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো সহজে বিক্রির জন্য ভারতেও পাচার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গগত, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে অজু করার সময় এক ব্যক্তির একটি আইফোন চুরি হয়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ মামলাটির ছায়া তদন্ত করে রাজধানীর মোতালেব প্লাজা থেকে চুরি হওয়া মোবাইল ফোনটিসহ আরও ১৫৭টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে।
রাজধানীতে মোবাইল ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারীসহ মোবাইল টেকনিশিয়ান ও ব্যবসায়ীরাও আছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া আইফোন, স্যামসাং, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্যান্ডের ১৫৮টি মোবাইল ফোনসেট।
আজ বুধবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরি হওয়া মোবাইল ফোনগুলো তিনটি হাত বদল হয়। যিনি চুরি করেন তিনি মোবাইলভেদে ৪ থেকে ৮ হাজার টাকায় টেকনিশিয়ান বা কোনো চোরাই ফোন ক্রেতার কাছে বিক্রি করেন। টেকনিশিয়ান বা চোরাই ফোন ক্রেতা ফোনের পাসওয়ার্ড ও ফাইন্ড ইউর ফোনের অপশনটি চালু থাকলে তার ডিসপ্লে ও কেসিং উচ্চমূল্যে বিক্রি করেন; আর এসব অপশন চালু না থাকলে আইএমইআই নম্বর পরিবর্তন করে আইফোনের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ হাজার টাকা ও অন্য ফোনগুলো ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
অল্প পয়সায় দামি ফোন ক্রয়-বিক্রয়ের কথা উল্লেখ করে হাফিজ আকতার মোবাইল ফোন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পুরোনো মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি নেই; কিন্তু ব্যবসায়ীদের কাছে চোরাই মোবাইল থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে। যারা বিক্রি করেন, তাঁরাও অপরাধী। বিক্রেতাদের এসব কাজ থেকে সরে আসার অনুরোধ করেন তিনি। চোরাই মোবাইল বিক্রি হয় বলেই চোর ও ছিনতাইকারীরা এসব কর্মকাণ্ড করতে উৎসাহী হয়। এ ক্ষেত্রে চোরাই মোবাইল বিক্রি করা ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।
চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো সহজে বিক্রির জন্য ভারতেও পাচার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গগত, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে অজু করার সময় এক ব্যক্তির একটি আইফোন চুরি হয়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ মামলাটির ছায়া তদন্ত করে রাজধানীর মোতালেব প্লাজা থেকে চুরি হওয়া মোবাইল ফোনটিসহ আরও ১৫৭টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে।
আজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
২৮ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৩২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে