টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে প্রায় পাঁচ শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় পাঁচ লক্ষাধিক শ্রমিক। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে টঙ্গীর মন্নু গেট এলাকায় স্থাপিত হয় টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্র।
টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরায় বর্তমানে একটি ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে।
শ্রম কল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০০২ সালে টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দুই দশক পেরিয়ে গেলেও ভবনটি পুনর্নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, একতলা ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে। ছাদেও একাংশের ভবন তৈরিতে ব্যবহৃত রড বের হয়ে আছে। কোথাও কোথাও দেয়ালের ইট ধসে পড়েছে। ভবনের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার না করায় জন্ম নিয়েছে মশা।
নাম প্রকাশহীন শর্তে কেন্দ্রটির এক কর্মকর্তা বলেন, ‘ভবনটির ভেতরে কাজ করা সম্ভব নয়। তাই গত ডিসেম্বরে পার্শ্ববর্তী একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে শ্রমিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
স্থানীয় দোকানি হেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর মাদকসেবীরা ভবনটির ভেতরে মাদকদ্রব্য সেবন করে। ভবনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় ছিনতাইকারীরা ছিনতাইয়ের আগে ও পরে এখানে অবস্থান করে।’
টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘ঝুঁকি থাকায় ভবনটি পুনর্নির্মাণ না করা পর্যন্ত পাশেই একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।’
গাজীপুরের টঙ্গীতে প্রায় পাঁচ শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় পাঁচ লক্ষাধিক শ্রমিক। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে টঙ্গীর মন্নু গেট এলাকায় স্থাপিত হয় টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্র।
টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরায় বর্তমানে একটি ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে।
শ্রম কল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০০২ সালে টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দুই দশক পেরিয়ে গেলেও ভবনটি পুনর্নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, একতলা ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে। ছাদেও একাংশের ভবন তৈরিতে ব্যবহৃত রড বের হয়ে আছে। কোথাও কোথাও দেয়ালের ইট ধসে পড়েছে। ভবনের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার না করায় জন্ম নিয়েছে মশা।
নাম প্রকাশহীন শর্তে কেন্দ্রটির এক কর্মকর্তা বলেন, ‘ভবনটির ভেতরে কাজ করা সম্ভব নয়। তাই গত ডিসেম্বরে পার্শ্ববর্তী একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে শ্রমিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
স্থানীয় দোকানি হেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর মাদকসেবীরা ভবনটির ভেতরে মাদকদ্রব্য সেবন করে। ভবনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় ছিনতাইকারীরা ছিনতাইয়ের আগে ও পরে এখানে অবস্থান করে।’
টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘ঝুঁকি থাকায় ভবনটি পুনর্নির্মাণ না করা পর্যন্ত পাশেই একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।’
শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
৯ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
১১ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
২০ মিনিট আগে