কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে কোরবানির মাংস নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তাসংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আকাশের পিতার নাম ঠান্ডা মিয়া। সে পেশায় একজন রিকশাচালক এবং চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যানবাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল মিয়া এ বছর কোরবানিতে ৯টি গরু কেনেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো জবাই করেন। পরে বিকেলে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভেতরে ঢোকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। এ ছাড়া আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে বেশ কয়েকটি শিশুকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে। বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকার কেরানীগঞ্জে কোরবানির মাংস নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তাসংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আকাশের পিতার নাম ঠান্ডা মিয়া। সে পেশায় একজন রিকশাচালক এবং চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যানবাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল মিয়া এ বছর কোরবানিতে ৯টি গরু কেনেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো জবাই করেন। পরে বিকেলে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভেতরে ঢোকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। এ ছাড়া আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে বেশ কয়েকটি শিশুকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে। বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪১ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪৩ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে