নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চীনা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন দেশের একজন অতিরিক্ত সচিব। বিদেশি এসব প্রতারকের কাছে তিনি কয়েক ধাপে ৩ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকা খুইয়েছেন। প্রতারক চক্র আরও ৫ লাখ টাকা দাবি করলে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় গতকাল মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন। এ ঘটনায় করা মামলার এক দিন পর আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্র বলছে, প্রতারণার শিকার হওয়া ওই মামলার বাদী ছিলেন একজন অতিরিক্ত সচিব। যাঁর নাম আবুল কালাম। তিনি সর্বশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ছিলেন। বর্তমানে পিআরএলে রয়েছেন। প্রতারণার ফাঁদে পড়ার বিষয়ে জানতে চেয়ে আবুল কালামকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো জবাব দেননি।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের ফাঁদে ফেলে দীর্ঘদিন প্রতারণা করে আসছে এই বিদেশি চক্রটি। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। শুধু এই কাজের জন্যই চীন থেকে দুই দফায় চার ব্যক্তি দেশে এসেছিলেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এই একমাত্র চক্রটি। আমরা তাদের সিন্ডিকেট ভেঙে দিয়েছি।’
মামলা ও গোয়েন্দা পুলিশ সূত্র বলছে, মামলার বাদী ওই অতিরিক্ত সচিব এক দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমাজন নামক কোম্পানির একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে বলা হয় দৈনিক গড়ে ১৫-২০ মিনিট অনলাইনে কাজ করার মাধ্যমে দিনে ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত আয় করতে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন। সেখানে আবেদন করতেই শিকদার ডায়না (দারাজ আমাজন) নামের অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে যুক্ত করে দেয়।
পরে কথাবার্তার একপর্যায়ে কয়েক ধাপে বিকাশে ৪৪ হাজার, ৯৫ হাজার ও ব্যাংক অ্যাকাউন্ট ১ লাখ ১৯৫ হাজারসহ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। ডিবি কর্মকর্তারা বলছেন, এসব টাকা নেওয়ার পর মামলার বাদী কাছে মূল টাকাসহ লাভের টাকা দেওয়ার জন্য অগ্রিম কর হিসেবে ৫ লাখ ৭৩ হাজার ৪০২ টাকা দিতে বলে। টাকা না দিলে মূল ও লাভের কোনোটাই দেবে না বলে জানায়। পরে বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন। তখন গতকাল রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করেন।
মামলার এক দিনের মাথায় অভিযান চালিয়ে চীনা নাগরিক ঝ্যাং সিং, ঝ্যাং ইরউয়াসহ দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেনকে গ্রেপ্তার করেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাঁদের কাছে থেকে ২০টি ফোন, একটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবির কর্মকর্তারা বলছেন, এ চক্রের হোতার নাম ডেং শোয়াইমিং। তিনি চায়নাতে বসে আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে ডোমেইন কিনে বাংলাদেশিদের সহযোগিতায় ফেসবুকে বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপে চটকদার বিজ্ঞাপন দিতেন। ডেং শোয়াইমিংয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে প্রতারণার করতেন গ্রেপ্তার ওই দুই চীনা নাগরিক। সঙ্গে যুক্ত করেন কয়েকজন বাংলাদেশিকে।
পুলিশ বলছে, প্রতারণার কৌশল হিসেবে চক্রটি আমাজনে পণ্য বিক্রি করে লাভের একটা অংশ দেওয়ার প্রলোভন দেখাত। এই জন্য তারা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে টাকা বিনিয়োগকারী খুঁজত। কেউ বিনিয়োগ করলে সেই লেনদেনের ওপর ১০-১৫ শতাংশ কমিশন দেবে বলে লোভ দেখাত। প্রথমে ছোট অঙ্কের কিছু টাকা লাভসহ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করলেও পরে মোটা অঙ্কের টাকা দিলে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করত। বারবার টাকা ফেরত চাইলে ওই ব্যক্তির নম্বর ব্লক করে রাখত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল রহমান আজাদ বলেন, গত কয়েক মাসে এমন প্রতারণার শিকার হয়েছেন এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পেয়েছেন। যাঁরা প্রত্যেকেই ৫-১০ লাখ টাকা করে প্রতারণা শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
চীনা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন দেশের একজন অতিরিক্ত সচিব। বিদেশি এসব প্রতারকের কাছে তিনি কয়েক ধাপে ৩ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকা খুইয়েছেন। প্রতারক চক্র আরও ৫ লাখ টাকা দাবি করলে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় গতকাল মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন। এ ঘটনায় করা মামলার এক দিন পর আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্র বলছে, প্রতারণার শিকার হওয়া ওই মামলার বাদী ছিলেন একজন অতিরিক্ত সচিব। যাঁর নাম আবুল কালাম। তিনি সর্বশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ছিলেন। বর্তমানে পিআরএলে রয়েছেন। প্রতারণার ফাঁদে পড়ার বিষয়ে জানতে চেয়ে আবুল কালামকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো জবাব দেননি।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের ফাঁদে ফেলে দীর্ঘদিন প্রতারণা করে আসছে এই বিদেশি চক্রটি। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। শুধু এই কাজের জন্যই চীন থেকে দুই দফায় চার ব্যক্তি দেশে এসেছিলেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এই একমাত্র চক্রটি। আমরা তাদের সিন্ডিকেট ভেঙে দিয়েছি।’
মামলা ও গোয়েন্দা পুলিশ সূত্র বলছে, মামলার বাদী ওই অতিরিক্ত সচিব এক দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমাজন নামক কোম্পানির একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে বলা হয় দৈনিক গড়ে ১৫-২০ মিনিট অনলাইনে কাজ করার মাধ্যমে দিনে ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত আয় করতে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন। সেখানে আবেদন করতেই শিকদার ডায়না (দারাজ আমাজন) নামের অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে যুক্ত করে দেয়।
পরে কথাবার্তার একপর্যায়ে কয়েক ধাপে বিকাশে ৪৪ হাজার, ৯৫ হাজার ও ব্যাংক অ্যাকাউন্ট ১ লাখ ১৯৫ হাজারসহ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। ডিবি কর্মকর্তারা বলছেন, এসব টাকা নেওয়ার পর মামলার বাদী কাছে মূল টাকাসহ লাভের টাকা দেওয়ার জন্য অগ্রিম কর হিসেবে ৫ লাখ ৭৩ হাজার ৪০২ টাকা দিতে বলে। টাকা না দিলে মূল ও লাভের কোনোটাই দেবে না বলে জানায়। পরে বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন। তখন গতকাল রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করেন।
মামলার এক দিনের মাথায় অভিযান চালিয়ে চীনা নাগরিক ঝ্যাং সিং, ঝ্যাং ইরউয়াসহ দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেনকে গ্রেপ্তার করেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাঁদের কাছে থেকে ২০টি ফোন, একটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবির কর্মকর্তারা বলছেন, এ চক্রের হোতার নাম ডেং শোয়াইমিং। তিনি চায়নাতে বসে আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে ডোমেইন কিনে বাংলাদেশিদের সহযোগিতায় ফেসবুকে বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপে চটকদার বিজ্ঞাপন দিতেন। ডেং শোয়াইমিংয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে প্রতারণার করতেন গ্রেপ্তার ওই দুই চীনা নাগরিক। সঙ্গে যুক্ত করেন কয়েকজন বাংলাদেশিকে।
পুলিশ বলছে, প্রতারণার কৌশল হিসেবে চক্রটি আমাজনে পণ্য বিক্রি করে লাভের একটা অংশ দেওয়ার প্রলোভন দেখাত। এই জন্য তারা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে টাকা বিনিয়োগকারী খুঁজত। কেউ বিনিয়োগ করলে সেই লেনদেনের ওপর ১০-১৫ শতাংশ কমিশন দেবে বলে লোভ দেখাত। প্রথমে ছোট অঙ্কের কিছু টাকা লাভসহ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করলেও পরে মোটা অঙ্কের টাকা দিলে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করত। বারবার টাকা ফেরত চাইলে ওই ব্যক্তির নম্বর ব্লক করে রাখত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল রহমান আজাদ বলেন, গত কয়েক মাসে এমন প্রতারণার শিকার হয়েছেন এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পেয়েছেন। যাঁরা প্রত্যেকেই ৫-১০ লাখ টাকা করে প্রতারণা শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৫ মিনিট আগেঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
১ ঘণ্টা আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২ ঘণ্টা আগে