গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন ভোট দেন। ৪৬.৮৯ শতাংশ ভোট কাস্টিং হয়। একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন ভোট দেন। ৪৬.৮৯ শতাংশ ভোট কাস্টিং হয়। একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১৬ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
২৩ মিনিট আগে