গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে