নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরের একটি নাশকতার মামলায় বিএনপির চার নেতা কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রায় দেন।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন আসাদ কমিশনার, আঞ্জু কমিশনার, মতিউর রহমান ও রাশেদ হাসান।
রায় ঘোষণার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৭ মার্চ দুপুর ১টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় বিএনপি নেতারা হরতাল সফল করার জন্য ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতির অফিসে গোপন বৈঠক করেন। খবর পেয়ে মিরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিনসহ পুলিশের লোকজন ওই সমিতির অফিসে প্রবেশ করতে চাইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বাধা দেন। পরে পুলিশের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে ভেতরে তল্লাশি করে সাতটি বাঁশের লাঠি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করে।
অভিযোগ পত্র দেওয়ার পর ২০১৬ সালের ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর। শেষ হয় গত ১০ অক্টোবর। ১৬ জন সাক্ষীর মধ্যে ৫ জন পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দেন।
মামলায় ১৮ জনকে খালাস দেওয়া হয়।
বিএনপির নেতা কর্মীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি আনজু কমিশনারসহ চারজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে বলে আমরা মনে করি।’
মিরপুরের একটি নাশকতার মামলায় বিএনপির চার নেতা কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রায় দেন।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন আসাদ কমিশনার, আঞ্জু কমিশনার, মতিউর রহমান ও রাশেদ হাসান।
রায় ঘোষণার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৭ মার্চ দুপুর ১টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় বিএনপি নেতারা হরতাল সফল করার জন্য ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতির অফিসে গোপন বৈঠক করেন। খবর পেয়ে মিরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিনসহ পুলিশের লোকজন ওই সমিতির অফিসে প্রবেশ করতে চাইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বাধা দেন। পরে পুলিশের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে ভেতরে তল্লাশি করে সাতটি বাঁশের লাঠি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করে।
অভিযোগ পত্র দেওয়ার পর ২০১৬ সালের ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর। শেষ হয় গত ১০ অক্টোবর। ১৬ জন সাক্ষীর মধ্যে ৫ জন পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দেন।
মামলায় ১৮ জনকে খালাস দেওয়া হয়।
বিএনপির নেতা কর্মীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি আনজু কমিশনারসহ চারজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে বলে আমরা মনে করি।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২৯ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে